নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ সোমবার (১৯ আগস্ট') সন্ধ্যায় তাকে আটক করা হয়। ডিএমপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন।'
তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
ডিএমপি সূত্র জানিয়েছে, আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
তবে কোন মামলায় তাকে আটক দেখানো হবে, তা এখনো জানা যায়নি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.