আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে ইসরায়েলকে নজিরবিহীন জবাব দিয়েছে ইরান। রবিবার (১৪ এপ্রিল') রাতে প্রতিশোধ নিতে ইসরায়েলের মাটিতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এদিকে, ইসরায়েলকে ইরানের এই হামলা থেকে বাঁচাতে পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও একমাত্র আরব দেশ জর্ডান।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাঁচ ঘণ্টাব্যাপী হামলার সময় ইরান ও ইয়েমেন থেকে নিক্ষেপ করা ৮০টির বেশি ড্রোন ও কমপক্ষে ছয়টি মিসাইল ভূপাতিত করেছে আমেরিকান সেনারা।
সেন্ট্রাল কমান্ডা বা সেন্টকম জানায়, এগুলোর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা লঞ্চার গাড়িতে ভূপাতিত করা হয়। আর সাতটি ইউএভি উৎক্ষেপণের আগেই ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় মাটিতে ধ্বংস করা হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.