ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ।
লিখাচেভ রুশ গণমাধ্যম রসিয়া ১-কে বলেন, “এই বছরের শুরুর দিকে ইরানি অংশীদাররা আমাদের কাছে প্রস্তাব দেয় যে বড় ইউনিটের পাশাপাশি ছোট ইউনিট, বিশেষ করে ছোট মডুলার রিঅ্যাক্টরের (SMR) বিষয়টি আলোচনায় আনা হোক।”
তিনি আরও যোগ করেন, “এ ধরনের আলোচনা চলছে এবং আমি আশা করছি sooner or later (শিগগিরই বা পরে) এর মধ্যে কোনো এক সময় চুক্তি সম্পন্ন হবে।”
রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যুৎ খাতে পারমাণবিক সহযোগিতা নতুন নয়, তবে ছোট মডুলার রিঅ্যাক্টর নিয়ে এই আলোচনা দুই দেশের জ্বালানি অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.