নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ওঠে বয়কটের ডাক। এবার সেই বিজ্ঞাপন বিতর্কের জেরে নিজের ফেসবুক পেজ হারিয়েছেন এই অভিনেতা। শনিবার (২৯ জুন') সকালে জীবনের ফেসবুক পেজটির খোঁজ করা হলে তা পাওয়া যায়নি।
সম্প্রতি সাইবার ৭১-উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ নামের একটি হ্যাকিং গ্রুপ ফেসবুক পেজে দাবি করে-সমালোচিত পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে অংশ নেওয়ার জেরে এমন হামলা চালানো হয়েছে। তবে পেজ হ্যাক করা হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.