এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা’

ঠিকানা টিভি ডট প্রেস: ফুটবল বিশ্বের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। বিশ্বের সব ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া স্বপ্ন। এই পুরস্কার রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের ঝুলিতে পুরেছেন লিওনেল মেসি। তারপরেই রয়েছেন রোনালদো। তিনি জিতেছেন ৫ বার।

গত দেড় যুগ ধরে এই পুরস্কারে নিজেদের আধিপত্য বিস্তার করেছিলেন ফুটবলের এই দুই মহাতারকা। তবে ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এখন এগিয়ে তরুণ কিছু মুখ।

বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের কৌতুহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন এটি।

ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ২০২৩-২৪ মৌসুমে ২২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন সুপার কোপার শিরোপা।

আগের তালিকায় দুইয়ে থাকা এমবাপ্পেকে তিনে পাঠিয়ে দুইয়ে উঠে এসেছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। তিনি ২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। সেই সঙ্গে জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

তালিকার তিনে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা পিএসজির জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। যদিও চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পথে রয়েছেন তিনি।

এমবাপ্পে এখন পর্যন্ত ৪৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল। সেই সঙ্গে জিতেছেন ট্রফি দেস চ্যাম্পিয়ন। চারে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। যিনি গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন।’

গত মৌসুমে ম্যানসিটিকে ট্রেবল জেতানোর পেছনে বড় ভূমিকা রাখেন এ তারকা। ২০২৩-২৪ মৌসুমে ৩৪ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ।

পঞ্চম স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির আরেক তারকা রদ্রি। তিনিও গত মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ২০২৩-২৪ মৌসুমে ১০ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ।

গোল ডটকমের তালিকায় মেসি-রোনালদোর নাম থাকলেও বাস্তবতায় এবার তাদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই বলা যায়। তালিকার ১৯তম স্থানে রয়েছেন রোনালদো। আল নাসরে খেলা এই ফুটবলার ৩৮ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৪টি গোল।

আর তালিকার ২০তম স্থানে রয়েছেন বিশ্বকাপজয়ী মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ২০২৩-২৪ মৌসুমে ১৮ গোল করার পাশাপাশি ৮টি গোল করতে সহায়তা করেছেন। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন লিগস কাপের শিরোপা। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের এ তালিকায় জায়গা হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অর্ধলক্ষাধীক টাকার ভারতীয় মদ জব্দ

মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার রহমতপুর নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করা হয়। মঙ্গলবার

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে‌ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার ৩০০।

সরকারি ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার হাসিমাখা মুখের ছবি

বরগুনা প্রতিনিধি: সরকার পরিবর্তনের পরও বরগুনার তালতলী উপজেলা প্রকৌশলী ও মৎস্য দপ্তরের ওয়েবসাইটে এখনো দেখা যাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা জনসমাবেশের ছবি। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি,

পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগের ৩ নেতাকর্মী, পার পেলেন ক্ষমা চেয়ে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন শাখা ছাত্রলীগের ৩ নেতাকর্মী। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, জুলুম এবং বিভিন্ন

‘উপজেলা নির্বাচন: সর্বশক্তি দিয়ে মাঠে নামবে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতাবিরোধী নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াতে ইসলাম উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা মজলিসে শূরায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জামায়াতের