এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ঠিকানা ডেস্ক: জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তায় এবং প্রশাসনিক স্থবিরতায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এবার বাজেট পেশে থাকছে কিছু ভিন্নতা।

সোমবার (০২ জুন) সংসদ কার্যকর না থাকায় বেতার ও টেলিভিশনে এবারের বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট পেশের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি পাস হবে। বাজেট বক্তৃতার পরপরই বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব খাতের তথ্য প্রকাশ করা হবে।

বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ালেও একই সঙ্গে এ বাজেটে কমতে পারে বেশকিছু পণ্যর দাম।

চলুন জেনে নেওয়া যাক, দাম কমতে পারে যেসব পণ্যের-

মাটি ও পাতার তৈরি পণ্য

মাটি ও পাতার তৈরি তৈজসপত্রে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, তবে আসন্ন বাজেটে এসব পণ্যে ভ্যাট অব্যাহতির প্রস্তাব থাকছে।

এলএনজি আমদানিতে ভ্যাট প্রত্যাহার

প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। বর্তমানে আমদানির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর দিতে হয়। আবার বিক্রির সময়ও ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ উৎসে কর কাটা হয়। এ ছাড়া মার্জিন বিল পরিশোধে গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে ৫% উৎসে কর নেওয়া হয়।

জ্বালানি তেল

অপরিশোধিত জ্বালানি তেলে শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে। অন্যান্য জ্বালানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৩ শতাংশ কমানো হতে পারে। এতে জ্বালানির দাম কিছুটা কমতে পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে কমছে উৎসে কর

আসন্ন বাজেটে উৎসে কর কমানোর সিদ্ধান্ত আসতে পারে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রে ১ শতাংশ উৎসে কর অর্ধেকে নামানো হচ্ছে। এতে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফলের দাম কমতে পারে।

ভূমি নিবন্ধনে কর কমছে

ভূমি নিবন্ধনে আসন্ন বাজেটে কিছু ছাড় আসছে। কাঠার বদলে শতাংশে নিবন্ধন ফি ও কর ধার্য হবে। এক্ষেত্রে ভূমি নিবন্ধনে অগ্রিম করও কিছুটা কমানো হতে পারে।

চিনি আমদানিতে শুল্ক কমছে

চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আসছে। প্রতি টন পরিশোধিত চিনিতে শুল্ক ৪,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা করা হতে পারে।

চামড়াশিল্পে শুল্ক ছাড়

এবারের বাজেটে চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানে শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হতে পারে।

সয়াবিন ও কাগজশিল্পের কাঁচামালে শুল্ক কমছে

দেশীয় শিল্পে সহায়তা দিতে কিছু কাঁচামালে শুল্ক কমানোর প্রস্তাব আসছে। সয়াবিন মিল, কাগজশিল্প ও নির্মাণ উপকরণে শুল্ক হ্রাসের কথা বলা হচ্ছে। নিউট্রালাইজড সয়াবিন তেলেও শুল্ক রেয়াতের প্রস্তাব আছে। অন্যদিকে নির্মাণশিল্পের উপকরণ স্থানীয় শিরিশ কাগজ শিল্পের প্রয়োজনীয় ফেনোলিক রেজিন ও স্যান্ডপেপার জাতীয় কাঁচামালের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব থাকছে বলে জানা গেছে।

সাশ্রয়ে মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট

ক্রিকেট ব্যাট তৈরির কাঠে শুল্ক কমানোর প্রস্তাব আসছে। বর্তমানে শুল্ক ৩৭ শতাংশ হলেও তা কমিয়ে ২৬ শতাংশ করা হতে পারে।

বিদেশি জুস

নন-অ্যালকোহলিক জুস আমদানির ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে প্রস্তাবিত বাজেটে। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে।

সংবাদপত্রের নিউজপ্রিন্ট

সংবাদপত্রের শিল্পে ব্যবহৃত নিউজপ্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব বিবেচনা থাকছে প্রস্তাবিত বাজেটে।

পিভিসি পাইপ ও কপার ওয়্যার

পিভিসি পাইপের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। একইভাবে, কপার ওয়্যারের উপকরণে শুল্ক ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হচ্ছে এবারের বাজেটে।

এ ছাড়া প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে টায়ার, টিউব, ব্রেক সু ও প্যাডে শুল্ক কমানোর প্রস্তাব আসছে। মার্বেল-গ্রানাইটের কাঁচামাল ও যন্ত্রপাতিতেও শুল্ক হ্রাসের কথা রয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে এক মাসেও মেলেনি গৃহবধূ শিল্পীর খোঁজ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ গৃহবধূ  শিল্পী খাতুনের এক মাসেও  মেলেনি কোন খোঁজ। হতাশায় দিন কাটচ্ছে স্বামী সন্তান সহ পরিবারের লোকজনদের।নিখোঁজ গৃহবধূ শিল্পী উপজেলার

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি

অন্যের নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর ধরে চাকরি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের

ক্ষমা চেয়েও কাজ হচ্ছে না, বিবিসির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন। এয়ার

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

নিজস্ব প্রতিবেদক: স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন বিএনপির এক নেতা। তাই গাভীর বাছুরটিকে কোলে নিয়ে বিচার

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইফতেখায়েরের পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা