নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে মত দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মতে, আসন্ন নির্বাচন এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে হলে কোনো ধরনের রাজনৈতিক বা প্রাকৃতিক ঝুঁকি থাকতো না।
দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানি না। আমাদের ধারণা ছিল, ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। ডিসেম্বরে হলে সব দিক থেকেই সুবিধাজনক হতো। কোনো রকম রিস্ক থাকতো না।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামও ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, সেটাও গ্রহণযোগ্য মনে হয়েছিল। এখন নির্বাচন এপ্রিলে—যখন গরম তীব্র থাকে। পরের মাসেই শুরু হয় বৃষ্টি। এ ধরনের আবহাওয়ায় নির্বাচন আয়োজন কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ আছে।”
তবে নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমবে বলেও মনে করেন মান্না। তার ভাষায়, “নির্বাচনের ঘোষণা রাজনৈতিক ক্ষেত্রে অনাস্থা ও অবিশ্বাস অনেকটাই কমিয়ে দেবে। এখন অন্তত বিশ্বাস করা যাবে যে, সত্যিই নির্বাচন হচ্ছে। তবে তারিখ নিয়ে আরও আলোচনা হতে পারে, বিশেষ করে নির্বাচন কমিশনের সঙ্গে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.