
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা ও সঞ্চালনা করেন যুগ্মআহ্বায়ক তানভীর আহম্মেদ চঞ্চল।
প্রধান অতিথির বক্তব্য মুঠোফোনে রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।’
এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক গোলাম হোসেন গোলাপ, সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, খুকনী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইসমাইল হোসেন ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’
পরে ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া মোনাজাতে জুলাই-আগষ্টে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।