ইয়াহিয়া খান, এনায়েতপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ চৌহালীর এনায়েতপুরে প্রতি বছরের ন্যায় এ বছরও এক মহা উদ্দীপনার মধ্য দিয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ ও ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্ত্তী।
উক্ত অনুষ্ঠানে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল এবং মিলাদ পরিচালনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (জাহিদ), বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ মোস্তফা খান (বাচ্চু) এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম সরকার এবং মোঃ লাকী সরকার, ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক মোঃ আল মামুন, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, অত্র বিদ্যালেয়ের সহকারী শিক্ষক আবু বক্কার সিদ্দিকী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী সহ সকল ছাত্র/ছাত্রী ।
এসময় বিদায়ী ছাত্র/ছাত্রীদের বিষয়ে বক্তব্য রাখেন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মোঃ আল-আমিন হোসেন প্রধান শিক্ষক কাবাতুননেছা কিন্ডারগার্ডেন, মোঃ শহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক আইসিএল স্কুল। এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, ওয়াহিদুজ্জামান অধ্যক্ষ আইসিএল স্কুল, মোঃ সোহেল রানা, শাহ আলম সরকার, মোঃ নুরুজ্জামান মোল্লা সহকারী শিক্ষক মাজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদায়ী ছাত্র/ছাত্রী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীর মাঝে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।পরিশেষে সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে মিলাদ ও মোনাজাত করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.