
মুক্তার হাসান এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শারিয়ার ইমনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমতিয়াজ আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা সেচ্ছাসেবকদলের যুগ্নআহ্বায়ক মোঃ হযরত আলী বেপারী, এনায়েতপুর থানা সদস্য সচিব আহমদ আলী সরকার, সোনাউল্লাহ সরকার,ইসা আহম্মেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্নআহ্বায়ক আল্লেকচাঁন সরকার,যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন,জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃ ওসমানগনি, জেলা ছাত্রদলে যুগ্নসম্পাদক হাবিব,শামিম,এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ, সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।