নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের মিলন মেলা উৎসবে পরিণত হয়।
এতে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো: আইয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সব পেশাজীবীর সাথে সাথে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকের রক্তে ঘামে এবং রেমিট্যান্স যোদ্ধাদের উপার্যনে এ দেশ উন্নত থেকে উন্নতির শিখরে যাচ্ছে। আর একশ্রেণীর লুটেরা আগামীতে দেশ লুটেপুটে খাবার জন্য স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে ভোটের মধ্য দিয়ে ধূলিসাৎ করে দিয়ে ইসলামি সমাজ নির্মাণে করতে সৎ ও যোগ্য মানুষকে ভোট দিতে হবে।
এসময় শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও মিজানুর রহমান, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম প্রমুখ।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাটিকা ও কৌতুক পরিবেশন করেন শিল্পীরা। এই অনুষ্ঠানে রিক্সা -ভ্যান ও তাঁত শ্রমিক সহ নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.