
নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ব শান্তি মঞ্জিলে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে খাজা এনাযেতপরী (র:) নির্দেশে ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এসময় খাজা ইউনুস আলী (র:) এনায়েতপুরী ভক্তবৃন্দ সহ ধর্মপ্রাণ প্রায় ৩ হাজার মুসুল্লিকে ইফতার করানো হয়। এছাড়া দোয়া দরুদ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় খাজা ইউনুস আলী দরবার শরীফের মোজাদ্দেদীয়া আনসার কমান্ডার আনিসুর রহমান, দরবার শরীফের খাদেম
আব্দুল হালিম খান বাবুল, গোলাম আজম খান, শরিফুল ইসলাম ও নজরুল ইসলাম খোকা সহ খাদেম গন উপস্থিত ছিলেন।