
মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রূহের মাগবেরাত কামনায় দোয়া ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা উপলক্ষে স্বরণ সভার সময় তারখি নির্ধারণ করেছেন আগামী ২১শে সেপ্টেম্বর,স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্হিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির স্হায়ী সদস্য সালাউদ্দিন আহম্মেদ। এই স্বরণ সভাকে সফল করতে এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে গতকাল সোমবার সকালে থানা যুবদলের কার্য্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।এসময় এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃরওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে ও সদস্যসচিব মুনজুর রহমান মুঞ্জ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্নআহ্বায়ক আঃসালাম,জহুরুল ইসলাম জুয়েল, সাইদুল ইসলাম,সাইফুল ইসলাম মিঠু,সালেহ আহম্মেদ জামিল,বিজয় আহম্মেদ,সদস্য আতাউর রহমান আতা,আইয়ুব আলী মেম্বার, মুক্তার হাসান,থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরল,সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন,ফরিদুল ইসলাম, রঞ্জু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন,তাঁতিদলের সভাপতি আনসার আলী,থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ প্রমুখ।স্বরণ সভাকে সফল করতে প্রস্তুতি সভায় এনায়েতপুর থানা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।