মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার উত্তর নওহাটা গ্রামের মনোয়ারা বেগম (৬০) কে বুধবার রাতে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে তার ভাতিজির স্বামী জাকারিয়া।নিহত মনোয়ারা খাতুন একই গ্রামের মৃতঃশান্তা সেখের স্ত্রী।
স্হানীয়রা জাকারিয়া কে আটক করে এনায়েতপুর থানার পুলিশ কে খবর দেন।প্রতিবেশী আঃরশিদ জানান জাকারিয়া মানসিক রোগী মাঝে মধ্যে মানুষ কে মারপিট করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াজদানী জানান, ঘটনাস্থল থেকে মানসিক রোগী নওহাটা গ্রামের খোরশেদ আলমের ছেলে অভিযুক্ত জাকারিয়া কে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.