মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভয়াল ২৮ অক্টোবরে আওয়ামীলীগের লগি-বৈঠার বর্বোরচিত হামলায় জড়িতদের বিচার ও শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে এনায়েতপুর হাট চত্বরে থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজার সভাপতিত্বে থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির৷ বেলকুচির সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম।
এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গফুর, জামায়াত নেতা ডা. আইয়ুব আলী, মাও. আব্দুর রাজ্জাক, মাও. আমির হামজা, মাও জোবায়ের হোসেন, মাও আব্দুল হক ও ডা. ইদ্রিস আলম সহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে সারাদেশের ন্যায় এনায়েতপুরেও লগি-বইঠার তান্ডবে জামায়াত নেতা ওয়ারেছ আলীকে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়া আ'লীগের সকল হত্যা, গুম, নির্যার্তন ও লুন্ঠনের বিচার করতে হবে। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও রাতে ভয়াল আঠাশে অক্টোবরের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.