
ইয়াহিয়া খান, এনায়েতপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুর থানাধীন বাংলাদেশ জামায়েত ইসলামের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে সাংগঠনিক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এনায়েতপুর থানার ২নং স্থল ইউনিয়নের নওহাটা বাজারে রফিকুল ইসলামের সভাপতিত্বে এ দোয়ার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন, মাওঃ শাহালম। সঞ্চালনায় ছিলেন, এনায়েতপুর থানার রোকন মোঃ রবিউল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি থানা আমির মোঃ আরিফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, থানা সেক্রেটারি ও এনায়েতপুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মাওঃ মাহবুবুর রশিদ শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সভাপতি ডাঃ মোঃ আইয়ুব আলী, থানা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা ছাত্রশিবির জুনায়েদ আহমেদ সবুজ, এনায়েতপুর থানা শিবির সভাপতি ফয়সাল খন্দকার। ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইদ্রিস আলী। ব্রাহ্মণগ্রাম ওর্য়াড সেক্রেটারি মাওঃ লিয়াকত আলী ও হামেদ আলী প্রমুখ।
এসময় আরিফুল ইসলাম সোহেল বলেন, “সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ”। আমাদের প্রাণের সংগঠন হল একটি আর্দশ বান দল। আমাদের দলের তত কালিন ২জন মন্ত্রী ছিলো তারা এক টাকা দুর্নীতি করে নাই। আর পালাতক শেখ হাসিনাসহ তার এমপি মন্ত্রীরা যে পরিমাণ দুর্নীতি করেছে তা দিয়ে আমাদের দেশের মত আরো চৌদ্দটা স্মার্ট বাংলাদেশে গড়া যাবে।
তিনি আরো বলেন, আমাদেরকে উত্তম হতে হবে। উত্তম আচারন করতে হবে। কারো কোনো ক্ষতি করা যাবে না। এই ছাত্র জনতার অর্জনকে কেউ ধ্বংসাত্ব করতে পারবেনা। এজন্যই রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বেলকুচি এনায়েতপুর চৌহালীর মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এজন্যই আমরা শান্তির পক্ষে, কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে জামাত ইসলামের পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে। আগামী দিনে সকলে এক সাথে কাজ করে। আমাদের নিজ নিজ এলাকাকে সুন্দর করে গড়ে তুলবো ইনশাল্লাহ।