নিজস্ব প্রতিবেদক: তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এনায়েতপুরের একটি মিলনায়তনে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি পদে হাজী মানিক হোসেন সেক্রেটারি পদে শরিফুল ইসলামকে নির্বাচিত করা হয়।
১১ সদস্য বিশষ্টি এই কমিটিতে সহসভাপতি পদে মাও. নুরুল হক, সহসেক্রেটারী শাকিল আহম্মেদ মাসুম, অফিস সম্পাদক হাজী রুহুল আমিন, অর্থ সম্পাদক হাজী নুর আলম মীর, সদস্য পদে- হাসান খন্দকার, হাজী জোবায়ের হোসেন, ইয়াসিন আহম্মেদ, হাজী নুর নবী ও জোবায়ের হোসেনকে মনোনীত করা হয়।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন খসরু সিদ্দিক, সেক্রেটারী খন্দকার আল আমিন, উপদেষ্টা ডা. সেলিম রেজা ও ডা. মোফাজ্জল হোসেন এবং শিল্পপতি হাজী বাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।