এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করল এলাকাবাসী

ইয়াহিয়া খান, এনায়েতপুর সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নির্মাণাধীন বাঁধের মাত্র ২০ মিটার দূরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল প্রভাবশালী চক্র। ভাঙন কবলিত স্থানীয় মানুষেরা এ বিষয়ে বার বার অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই ওই চক্রের বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন।

রোববার (২ জুন) সকাল ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এনায়েতপুর যমুনা নদীর স্পার বাঁধের উত্তর-দক্ষিণ পাশে প্রভাবশালীরা দীর্ঘদিন ড্রেজার দিয়ে কৌশলে দিনে-রাতে বালু উত্তোলন করছিলেন।

স্পার বাঁধের উত্তর পাশে দুটি ও দক্ষিণে বসানো একটি আনলোড মেশিন দিয়ে ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে দুপাশে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করা হচ্ছিল।

এভাবে বালু উত্তোলনের ফলে যমুনার দুপারেই নদী ভাঙন অব্যাহত রয়েছে।

এদিকে, চলমান তীর সংরক্ষণ বাধ নির্মাণে নিয়োজিত সাব ঠিকাদাররাও এসব বালু উত্তোলন করে কাজে ব্যবহার করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এই চক্রটি প্রায় এক সপ্তাহ ধরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশে নির্মাণাধীন নদী তীর সংরক্ষণ বাঁধের মাত্র ২০ মিটার দূরে বাংলা ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিল। বিষয়টি টের পেয়ে রোববার সকালে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গিয়ে ড্রেজারটি বন্ধ করে দেয়।

এ ব্যাপারে এনায়েতপুর গ্রামের হাসমত আলী, আবুল হোসেন, জহুরুল ইসলাম বলেছেন, বাংলা ড্রেজার দিয়ে সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজের লোকজন জোর করে বালু তুলছিলেন। পরে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তা বন্ধ করে দিয়েছি। যেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়সহ রক্ষার জন্য, সেখান থেকেই ড্রেজার দিয়ে বাল উত্তোলন করা হচ্ছিল! এর চেয়ে আর বড় অপরাধ নেই। আমরা চাই এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

এ ব্যাপারে জানতে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর কোথাও থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৮ বছর পর আবারও ‘অচল’ পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর আওতায় আসতে অস্বীকার করে আজ সোমবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন দেশের ৩৫ টি

‘বিবাহ নিবন্ধন ‘নিকাহনামা’ ফরমে সংশোধনী আসছে’

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে মুসলিমদের বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের ফরম সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। প্রায় ৫০ বছর পর নিকাহনামার এই সংশোধনে বাদ যাচ্ছে নারীর

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যসহ ২৭ দেশের আহ্বান 

অনলাইন ডেস্ক: দুই ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সোমবার এই বিবৃতিটি এসেছে। ইসরায়েলি

অনলাইনে অর্ডার করেছিলেন আইসক্রিম, বাক্স খুলতেই বের হলো কাটা আঙুল

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে অর্ডার দিয়েছিলেন আইসক্রিম, বাক্স খুলে এক চামচ আইসক্রিম তুলতেই দেখলেন, ভিতরে শক্ত কিছু একটা রয়েছে। ক্রিম সরাতেই দেখলেন, আস্ত একটা আঙুল। তাও

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।’ এ ঘটনায়

মুনিয়াকে ধর্ষণ-হত্যা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন’

নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জন। ঢাকার নারী