এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করল এলাকাবাসী

ইয়াহিয়া খান, এনায়েতপুর সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নির্মাণাধীন বাঁধের মাত্র ২০ মিটার দূরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল প্রভাবশালী চক্র। ভাঙন কবলিত স্থানীয় মানুষেরা এ বিষয়ে বার বার অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই ওই চক্রের বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন।

রোববার (২ জুন) সকাল ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এনায়েতপুর যমুনা নদীর স্পার বাঁধের উত্তর-দক্ষিণ পাশে প্রভাবশালীরা দীর্ঘদিন ড্রেজার দিয়ে কৌশলে দিনে-রাতে বালু উত্তোলন করছিলেন।

স্পার বাঁধের উত্তর পাশে দুটি ও দক্ষিণে বসানো একটি আনলোড মেশিন দিয়ে ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে দুপাশে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করা হচ্ছিল।

এভাবে বালু উত্তোলনের ফলে যমুনার দুপারেই নদী ভাঙন অব্যাহত রয়েছে।

এদিকে, চলমান তীর সংরক্ষণ বাধ নির্মাণে নিয়োজিত সাব ঠিকাদাররাও এসব বালু উত্তোলন করে কাজে ব্যবহার করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এই চক্রটি প্রায় এক সপ্তাহ ধরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশে নির্মাণাধীন নদী তীর সংরক্ষণ বাঁধের মাত্র ২০ মিটার দূরে বাংলা ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিল। বিষয়টি টের পেয়ে রোববার সকালে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গিয়ে ড্রেজারটি বন্ধ করে দেয়।

এ ব্যাপারে এনায়েতপুর গ্রামের হাসমত আলী, আবুল হোসেন, জহুরুল ইসলাম বলেছেন, বাংলা ড্রেজার দিয়ে সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজের লোকজন জোর করে বালু তুলছিলেন। পরে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তা বন্ধ করে দিয়েছি। যেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়সহ রক্ষার জন্য, সেখান থেকেই ড্রেজার দিয়ে বাল উত্তোলন করা হচ্ছিল! এর চেয়ে আর বড় অপরাধ নেই। আমরা চাই এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

এ ব্যাপারে জানতে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর কোথাও থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আবার তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস’

নিজস্ব প্রতিবেদক: ফের বাড়তে পারে অতি প্রয়োজনীয় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম। এর মধ্যে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে, আর গ্যাসের দাম উৎপাদন পর্যায়ে বাড়তে পারে।

অনলাইন জুয়া: হুমকির মুখে তরুণ প্রজন্ম

ঠিকানা টিভি ডট প্রেস: প্রাগৈতিহাসিক যুগ থেকে পৃথিবীতে যতগুলো অসামাজিক কাজ চলে আসছে তার মধ্যে অন্যতম জুয়া। ধারণা করা হয় এই জুয়ার উৎপত্তি প্রস্তর যুগ

যমুনার বুকে বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে চার কিমি দৃশ্যমান ৪৯ পিলারের কাজ সম্পন্ন 

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রমত্ত্বা যমুনার বুকে দেশের অন্যতম মেগা প্রকল্প দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল

বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ

মোশাররফ করিমের ৯ নাটকে থাকছে তানহা’

ঠিকানা টিভি ডট প্রেস: আসন্ন ঈদুল ফিতরে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে মোশাররফ করিম অভিনীত প্রায় দুই ডজন নাটক প্রচারিত হবে। তবে এ তালিকার ৯টি নাটকেই

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা