নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) নিবন্ধন অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন চাইলে প্রস্তাবে পরিবর্তন বা সংযোজন-বিয়োজন করতে পারবে।
সূত্র জানায়, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়েছে। গত রোববার সংশ্লিষ্ট শাখার স্বাক্ষরের পর ফাইল কমিশনে তোলা হয়েছে।
এ ছাড়া ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং ছয়টি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। পুনতদন্তের মধ্যে ৯টি দলের মাঠপর্যায়ের যাচাই হবে, আর একটি দলের পুনতদন্ত করবে কমিশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।
এর আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম দফায় কেউ শর্ত পূরণ করতে না পারায় সবাইকে সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়। পরে ৮৪টি দল সাড়া দিলেও চূড়ান্তভাবে শর্ত পূরণ করে মাঠ তদন্তে টিকে ছিল ২২টি দল। তাদের শুনানি শেষে ছয়টি দল নিবন্ধনের জন্য মনোনীত হয়।
আইন অনুযায়ী নিবন্ধনের জন্য একটি দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ, অথবা পূর্বে সংসদ সদস্য থাকা কিংবা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া থাকলে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১। নতুন ছয়টি দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রথা চালু করেছিল নির্বাচন কমিশন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.