আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে এই অগভীর ভূমিকম্প অনুভূত হয়। ভয়ে নানগরহার ও কুনার প্রদেশে মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
বৃহস্পতিবার রাতের এই ভূমিকম্পে হতাহতের আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, অন্তত ১৭ জন আহতকে কুনার প্রাদেশিক হাসপাতালে আনা হয়েছে।
এর আগে রবিবারের ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জন। ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে। এতে হাজার হাজার মানুষ খোলাস্থানে থাকছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওএইচসিএ) তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতির খবর এসেছে অন্তত ২৫টি গ্রাম থেকে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.