একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতে গেজেট প্রকাশের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে তাদের জমা অর্থ ফেরত পাবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানত ফেরতের জন্য বিস্তারিত রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে, যা শিগগিরই সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেটে নির্ধারিত কার্যকর তারিখ থেকেই ফেরতের সময়সূচি কার্যকর হবে।

অর্থ ফেরতের নিয়মাবলি

দুই লাখ টাকার মধ্যে থাকা চলতি আমানতকে সুরক্ষিত ধরা হবে এবং একীভূতকরণের পরপরই তা ফেরত দেওয়া হবে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে ছয় মাস থেকে ২৪ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে অর্থ ফেরত দেওয়া হবে। ২৪ মাস শেষে অবশিষ্ট অর্থ উত্তোলনযোগ্য থাকবে। ছয় মাস থেকে পাঁচ বছরের মেয়াদী আমানত ধাপে ধাপে নবায়ন হবে এবং মেয়াদ শেষে উত্তোলন করা যাবে।
৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী আমানতকারী ও ক্যান্সার আক্রান্ত গ্রাহকদের ক্ষেত্রে এসব শর্ত প্রযোজ্য হবে না।

একীভূত ব্যাংকসমূহ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করা হচ্ছে।

নতুন ব্যাংকের নাম ও কাঠামো

নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক লিমিটেড’ বা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড’।
এটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন থাকবে। প্রাথমিক পরিকল্পনায় প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রাতিষ্ঠানিক আমানত ইকুইটিতে রূপান্তরিত হবে।
সরকার ২০ হাজার কোটি টাকার মূলধন সহায়তা দেবে, যার মধ্যে ১০ হাজার কোটি টাকা নগদ ও ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড থাকবে। নতুন ব্যাংক পরবর্তীতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে।

কর্মকর্তা-কর্মচারী ও বোর্ড গঠন

একীভূত ব্যাংকগুলোর সব কর্মকর্তা-কর্মচারী নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবেন এবং তাদের চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে। নতুন ব্যাংকের বোর্ড প্রয়োজনে পদ-পুনর্গঠন করতে পারবে। যারা চাকরিতে থাকতে অনিচ্ছুক, তারা বিদ্যমান সুবিধাসহ পদত্যাগ করতে পারবেন।
নতুন ব্যাংকের বোর্ডে নয়জন পরিচালক থাকবেন—পাঁচজন বাংলাদেশ ব্যাংকের মনোনীত এবং চারজন প্রধান শেয়ারহোল্ডার প্রতিনিধিত্ব করবেন।

মালিকানা ও ভবিষ্যৎ পরিকল্পনা

প্রাথমিকভাবে নতুন ব্যাংকের মালিকানা থাকবে সরকারের হাতে। ধীরে ধীরে তা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। তিন বছরের মধ্যে ব্যাংকে সামরিক অংশীদার যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ বেসরকারীকরণ সম্পন্ন হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানত ছিল প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক অডিট প্রতিবেদনে দেখা গেছে, এসব ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ অপ্রদর্শনযোগ্য (নন-পারফর্মিং) হিসেবে চিহ্নিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, একীভূতকরণের মাধ্যমে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরবে এবং আমানতকারীদের অর্থ ফেরত প্রক্রিয়া হবে স্বচ্ছ, ধাপে ধাপে ও নিরাপদ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইটনা হাওর থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে জলমহাল থেকে দুর্বৃত্তরা প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর

ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দেবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে পতন হওয়ার পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে দলটি। এরই মাঝে আগামী ফেব্রুয়ারিতে হরতাল

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁতিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা

হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু