নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও মনোনয়ন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে দলের ভেতরে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে একই পরিবার থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবেচনায় রয়েছে।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-১ আসনে তার মনোনয়ন প্রায় নিশ্চিত। এর পাশাপাশি তার ছেলে ডা. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-২ আসনে প্রার্থী হতে চান।
স্থায়ী কমিটির আরেক সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার ভাই মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপ্রত্যাশী।
ঢাকা মহানগর রাজনীতিতে প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে মনোনয়ন পাচ্ছেন। তার স্ত্রী ও বিএনপির মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ঢাকা-৯ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।
গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে মনোনয়ন পাচ্ছেন। তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অন্য একটি আসনে প্রার্থী হতে চান। একইভাবে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদী-২ আসনে মনোনয়ন চাইছেন, পাশাপাশি তার মেয়ে মাহরীন খানের জন্যও মনোনয়নের চেষ্টা চলছে।
চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ বা ১১ আসনের যেকোনো একটিতে প্রার্থী হবেন। তার ছেলে ইস্রাফিল খসরুর জন্যও একটি আসনে মনোনয়ন প্রত্যাশা করা হচ্ছে। একইভাবে মীর নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী হতে চান, আর মীর নাসিরের জন্য আলোচনায় আছে চট্টগ্রাম-৯ আসন।
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-২ আসনে মনোনয়ন প্রত্যাশী। তার স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদ কক্সবাজার-১ আসনে প্রার্থী হতে চান। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তার স্ত্রী রুমানা মাহমুদ এবং ভাগ্নে এম এ মুহিতও অন্য আসনে মনোনয়ন চাইছেন।
ঢাকা-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মনোনয়ন প্রত্যাশী। তার ছেলে ইরফান ইবনে অমিও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ঢাকা-৪ আসনে মনোনয়ন চাইছেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন।
টাঙ্গাইল-২ আসনে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মনোনয়ন প্রায় নিশ্চিত। তার ছোট ভাই সুলতান সালাহউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনে প্রার্থী হতে পারেন। ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার ভাই আকবর হোসেনও অন্য একটি আসনে মনোনয়ন চাইছেন।
এ ছাড়া নাটোর-২ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপ্রত্যাশী, পাশাপাশি তার স্ত্রী সাবিনা ইয়াসমিনও আলোচনায় আছেন। নরসিংদী-১ আসনে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মনোনয়ন নিশ্চিত হলেও তার স্ত্রী শিরীন সুলতানা ঢাকার একটি আসনে প্রার্থী হতে চান।
দলীয় সূত্র বলছে, মনোনয়ন বোর্ড প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলনে ভূমিকা বিবেচনায় সিদ্ধান্ত নেবে। একই পরিবার থেকে একাধিক প্রার্থী চাওয়ার বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.