এই হামলার জন্য সম্পূর্ণভাবে দায়ী যারা হামাসকে সমর্থন করে

তিনদিন পার হয়ে চতুর্থ দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত। গত শনিবার হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আর এই হামলার জন্য যারা হামাসকে সমর্থন করে তাদের সম্পূর্ণভাবে দায়ী করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমনকি হামাস যোদ্ধাদের সন্ত্রাসী বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার থেকে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।

হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরায়েলি। অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি।

বিবিসি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি সিনাগগে বক্তব্য রাখেন। সেখানে তিনি দাবি করেন, ‘যারা হামাসকে সমর্থন করে তারা এই ভয়াবহ হামলার জন্য সম্পূর্ণভাবে দায়ী। তারা মুক্তিযোদ্ধা নয়, তারা সন্ত্রাসী।’

 

তিনি আরও বলেন, ‘(হামাস-ইসরায়েল সংঘাতে) ভারসাম্যের কোনও প্রশ্নই নেই, আমি ইসরায়েলের সঙ্গে আছি।’

এমনকি যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়কে নিরাপদ রাখতে তিনি কোনও ‘কিছুতেই থামবেন না’ বলেও দাবি করেন সুনাক।

এদিকে হামাসের বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ’ হয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জার্মানির নেতারা। বিবিসি বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানির নেতারা একটি বিবৃতি প্রকাশ করেছেন যেখানে ‘হামাস এবং এই গোষ্ঠীটির ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপের দ্ব্যর্থহীন নিন্দা’ করা হয়েছে।

 

মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনে কথপোকথনের পর এসব দেশের যৌথ বিবৃতিটি প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনও যৌক্তিকতা নেই, কোনও বৈধতা নেই এবং অবশ্যই সর্বজনীনভাবে এই হামলার নিন্দা করা উচিত।’

এতে আরও বলা হয়েছে, ‘আমাদের দেশগুলো ইসরায়েলকে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার প্রচেষ্টায় সমর্থন করবে। আমরা সবাই ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষাকে স্বীকার করি এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে ন্যায়বিচার ও স্বাধীনতার সমান পদক্ষেপকে সমর্থন করি।’

 

বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘তবে কোনও ভুল করবেন না: হামাস সেই আকাঙ্ক্ষাগুলোর প্রতিনিধিত্ব করে না এবং এই দলটি ফিলিস্তিনি জনগণের জন্য আরও সন্ত্রাস ও রক্তপাত ছাড়া আর কিছুই দেয় না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ আহত ১৩

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের প্রায় তিন ঘন্টাকাল ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ

হরমুজ প্রণালি সংকটে এলএনজি আমদানিতে শঙ্কা, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে, যা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ

এটিএম আজহারকে মুক্তি দিতে ৭ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র জামায়াত করার কারণেই তখনকার

প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ করেছে ইউরোপের অন্যতম কৃষি ও খামার নির্ভর অর্থনীতির দেশ ডেনমার্ক। পশু পালনকারী এবং খামারীকে গরুপ্রতি বছরে

বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের

ঠিকানা টিভি ডট প্রেস: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুত্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার