নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মোমবাতি ও দেশলাই নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুন') টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।'
নির্দেশনায় বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় পরীক্ষার্থী সকলকে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো।
এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় হয়। এ নিয়ে নানা ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। পরে বিজ্ঞপ্তিটি ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্তোষ মাওলানা ভাসানী কলেজের অধ্যক্ষের পরামর্শে নোটিশটি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ডিলিট করা হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.