ঋণ খেলাপী মামলায় বরগুনা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে ঋণ খেলাপী হওয়ায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই’) দুপুর ১২টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ মো. জসীম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনালী ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা ঋণ বকেয়া থাকার মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনালী ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, ১৯৮৫ সালে পটুয়াখালী বিসিকে স্থাপিত একটি টেক্সটাইল কোম্পানির নামে ২ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা ঋণ নেয় জাকিয়া সুলনাতা বেবীর স্বামী মো. সিরাজুল ইসলাম। এ প্রতিষ্ঠানটির ৭৫ ভাগ শেয়ার স্বামী সিরাজুল এবং ২৫ ভাগ শেয়ার স্ত্রী জাকিয়ার নামে দেখানো হয়। সিরাজুল ইসলামের মৃত্যুর পর এ প্রতিষ্ঠানটির শতভাগ শেয়ার (মালিকানা’) হয় জাকিয়া সুলতানা বেবী। টেক্সটাইলটি মাস দুয়েক চালু থাকার পর পরবর্তীতে বন্ধ হয়ে যায়। ১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যাংকের বকেয়া দাঁডায় ৮ কোটি ৩৮ লাখ ৭২ হাজার টাকা। এরপর ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে ২০০৪ সালে পটুয়াখালী অর্থ ঋণ আদালতে জাকিয়া সুলতানা বেবীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

জানা যায়, ব্যাংকের মূল টাকা আদায়ের জন্য ১৯৯৪ সালের ৯ এপ্রিল, ২০১১ সালোর ২৭ জুলাই এবং ২০২২ সালের ১২ জানুয়ারি শতভাগ সুদ মওকুফ অনুমোদন দিয়েছিল ব্যাংক পরিচালনা পর্ষদ।

এতে সর্বশেষ মওকুফ সুবিধায় ৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধযোগ্য ধার্য করে এবং ৬ বছরে ৭২টি কিস্তির সুবিধা দেওয়া হয় তাকে। কিন্তু জাকিয়া সুলতানা বেবী এ সুবিধা গ্রহণ না করে উল্টো ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা থানা সত্তেও তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে বীরদর্পে ঘুরে বেড়াতেন।’

ব্যাংক ম্যানেজার জিল্লুর রহমান আরো জানান, ১৯৯৪ সাল পর্যন্ত সুদে-আসলে বর্তমান লেজার স্থিতি অনুযায়ী এ পর্যন্ত সুদ মওকুফের পর জাকিয়া সুলতানা বেবির আবেদনের প্রেক্ষিতে তাঁর কাছে ব্যাংকের বকেয়া পাওনা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। ২০২৩ সালের ২১ নভেম্বর ঋণ গ্রহিতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত মে মাসে জাকিয়া সুলতানা বেবি ১৯ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছিলেন। ২০২২ সালের ১২ জানুয়ারি সোনালী ব্যাংক কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের কাছে সুদ মওকুফের আবেদনের প্রেক্ষিতে বোর্ড সভায় ৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করার সিদ্ধান্ত দেয়। কিন্তু সে সিদ্ধান্ত না মেনে বেবি প্রতিনিয়ত খিলাপি তালিকার শীর্ষ ওঠেন। পরবর্তীতে ব্যাংকের হস্তক্ষেপে বুধবার (১০ জুলাই) জাকিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম বলেন, ‘অর্থ ঋণ আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় জাকিয়া সুলতানা বেবীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে ‘

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জনপ্রিয় মুখরোচক কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নারীরা

শফিকুল ইসলাম, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তৈরি জনপ্রিয় মুখরোচক কুমড়ো বড়ির চাহিদা দিন দিন বেড়েই চলছে। ভোজনপ্রেমীদের কাছে এর রয়েছে আলাদা কদর। কুমড়ো বড়ি তৈরি

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করতেন তারা

একে আজাদ রাজবাড়ীঃ রাজবাড়ী থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।তারা যুবকদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে

‘ঘুরে দাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। একদফার আন্দোলনে অবরোধ-হরতালের মতো কর্মসূচি দিয়েও পেরে উঠছে না বিএনপি। মামলা,

সিরাজগঞ্জের সয়দাবাদে ফেন্সিডিলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে ফেন্সিডিল ও ব্যবহার নিষিদ্ধ চায়না স্টিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম শরিফকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে সদর

বিষাক্ত মদ পানে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে করে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন। এ ঘটনায় সন্দেহভাজন এক বুটলেগারসহ তিনজনকে

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন দক্ষিণ কোরিয়া-জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

অনলাইন ডেস্ক: মার্কিন বি-৫২ এইচ কৌশলগত বোমারু বিমান ও যুদ্ধবিমানের যৌথ মহড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (১১ জুলাই) আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ মহড়া