অনলাইন ডেস্ক: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অধিযাচনের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার-পরবর্তী তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আবুল বারাকাতসহ তার সহযোগীরা অনৈতিক উপায়ে বিপুল অঙ্কের ঋণ আত্মসাৎ করেন।
তবে ২০২২ সালে এ ঘটনায় দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাটি আবারও সক্রিয় হয়।
অধ্যাপক ড. আবুল বারাকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা হিসেবেও যুক্ত ছিলেন। কুষ্টিয়া শহরে জন্ম নেওয়া এই অর্থনীতিবিদের বাবা আবুল কাশেম ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক।
এ ঘটনায় ব্যাংকিং ও অর্থনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.