উৎক্ষেপণের ৩০ মিনিটেই ভেঙে পড়লো স্টারশিপের রকেট

আন্তর্জাতিক ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর অত্যাধুনিক রকেট স্টারশিপ উৎক্ষেপণের ৩০ মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। এটি ছিল স্টারশিপের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ। রকেটটি টেক্সাস থেকে মহাকাশে পাঠানো হয়েছিল এবং এতে কোনো মানুষ ছিল না। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি মহাকাশে পৌঁছানোর পরই জ্বালানি লিকের কারণে এটি অনিয়ন্ত্রিতভাবে ঘূর্ণায়মান হতে থাকে। ফলে এটি নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেখানেই ভেঙে পড়ে।

স্পেসএক্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, রকেটটি ‘র‌্যাপিড আনশিডিউলড ডিসঅ্যাসেম্বলি’-র শিকার হয়েছে, যার অর্থ এটি হঠাৎ ভেঙে পড়েছে।

তবে প্রতিষ্ঠানটি আশাবাদী। তারা জানিয়েছে, ‘এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখা থেকে। আজকের এই অভিজ্ঞতা ভবিষ্যতে স্টারশিপকে আরো নির্ভরযোগ্য করে তুলবে। আমাদের লক্ষ্য হলো মানবজাতিকে বহুপ্ল্যানেটারি করে তোলা।’

উল্লেখ্য, রকেটটি ৪০৩ ফুট (১২৩ মিটার) লম্বা এবং এটি পূর্ববর্তী পরীক্ষাগুলোর তুলনায় অনেক বেশি দূর অগ্রসর হয়েছিল, তবে শেষ পর্যন্ত ব্যর্থতায় শেষ হয়।

এটি ছিল স্টারশিপের নবম পূর্ণাঙ্গ পরীক্ষামূলক ফ্লাইট। এর আগে ৬ মার্চ আরেকটি স্টারশিপ উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।

স্পেসএক্স এখন পর্যন্ত ৮টি পূর্ণাঙ্গ ফ্লাইটের মধ্যে ৪টি সফল এবং ৪টি ব্যর্থ হয়েছে। সংস্থাটি ‘ফেইল ফাস্ট, লার্ন ফাস্ট’ বা ‘দ্রুত ব্যর্থ হয়ে, দ্রুত শিক্ষা নেয়া’ নীতিতে বিশ্বাস করে। তারা মনে করে, এই ব্যর্থতাগুলো থেকেই তারা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাচ্ছে।

স্টারশিপ ও সুপার হেভি বুস্টার মিলিয়ে রকেটের আকার এতটাই বড় যে এর ব্যর্থতার ফলে বিশাল এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তখন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরসহ ফ্লোরিডার ৪টি বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে এবং বেশ কয়েকটি ফ্লাইটের রুট পরিবর্তন করে।

ইলন মাস্কের ব্যবসায়িক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে।

মার্চ মাসে একটি নীতিগত সংস্থা ক্যাম্পেইন লিগ্যাল সেন্টার (সিএলসি) অভিযোগ করে যে, স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা এবং এফএএ-এর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। এ বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে।

স্টারশিপ প্রকল্পে এখন পর্যন্ত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন মাস্ক। তার দাবি, এটি মানুষের মঙ্গল গ্রহে বসবাস নিশ্চিত করার পথে বড় একটি পদক্ষেপ।

এ ছাড়াও, স্পেসএক্স মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পে কাজ করছে, যার লক্ষ্য ৫০ বছরের বেশি সময় পর আবার মানুষকে চাঁদে পাঠানো।

তবে স্পেসএক্সের এই উচ্চাকাঙ্ক্ষী যাত্রায় বারবার ব্যর্থতা বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তারপরও প্রতিষ্ঠানটি বলছে, প্রতিটি ব্যর্থতাই পরবর্তী সফলতার জন্য ভিত্তি তৈরি করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ নিলাম ছাড়াই ব্রিজের রড বিক্রির অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। একটি পুরান ব্রিজের সিংহভাগ রড বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে ট্রাকে

দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, তিন পুলিশসহ ৪ জনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় তিন পুলিশ সদস্যসহ চারজনকে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের আটক করে।

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

নিজস্ব প্রতিবেদক: স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন বিএনপির এক নেতা। তাই গাভীর বাছুরটিকে কোলে নিয়ে বিচার

সৌদি আরবে অপহরণকারীদের অপতৎপরতায় আতঙ্কিত প্রবাসীরা

অনলাইন ডেস্ক: সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী রিয়াদ ও আশপাশের এলাকায় একের পর এক অপহরণ ও

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ২০ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই