উৎক্ষেপণের ৩০ মিনিটেই ভেঙে পড়লো স্টারশিপের রকেট

আন্তর্জাতিক ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর অত্যাধুনিক রকেট স্টারশিপ উৎক্ষেপণের ৩০ মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। এটি ছিল স্টারশিপের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ। রকেটটি টেক্সাস থেকে মহাকাশে পাঠানো হয়েছিল এবং এতে কোনো মানুষ ছিল না। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি মহাকাশে পৌঁছানোর পরই জ্বালানি লিকের কারণে এটি অনিয়ন্ত্রিতভাবে ঘূর্ণায়মান হতে থাকে। ফলে এটি নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেখানেই ভেঙে পড়ে।

স্পেসএক্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, রকেটটি ‘র‌্যাপিড আনশিডিউলড ডিসঅ্যাসেম্বলি’-র শিকার হয়েছে, যার অর্থ এটি হঠাৎ ভেঙে পড়েছে।

তবে প্রতিষ্ঠানটি আশাবাদী। তারা জানিয়েছে, ‘এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখা থেকে। আজকের এই অভিজ্ঞতা ভবিষ্যতে স্টারশিপকে আরো নির্ভরযোগ্য করে তুলবে। আমাদের লক্ষ্য হলো মানবজাতিকে বহুপ্ল্যানেটারি করে তোলা।’

উল্লেখ্য, রকেটটি ৪০৩ ফুট (১২৩ মিটার) লম্বা এবং এটি পূর্ববর্তী পরীক্ষাগুলোর তুলনায় অনেক বেশি দূর অগ্রসর হয়েছিল, তবে শেষ পর্যন্ত ব্যর্থতায় শেষ হয়।

এটি ছিল স্টারশিপের নবম পূর্ণাঙ্গ পরীক্ষামূলক ফ্লাইট। এর আগে ৬ মার্চ আরেকটি স্টারশিপ উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।

স্পেসএক্স এখন পর্যন্ত ৮টি পূর্ণাঙ্গ ফ্লাইটের মধ্যে ৪টি সফল এবং ৪টি ব্যর্থ হয়েছে। সংস্থাটি ‘ফেইল ফাস্ট, লার্ন ফাস্ট’ বা ‘দ্রুত ব্যর্থ হয়ে, দ্রুত শিক্ষা নেয়া’ নীতিতে বিশ্বাস করে। তারা মনে করে, এই ব্যর্থতাগুলো থেকেই তারা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাচ্ছে।

স্টারশিপ ও সুপার হেভি বুস্টার মিলিয়ে রকেটের আকার এতটাই বড় যে এর ব্যর্থতার ফলে বিশাল এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তখন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরসহ ফ্লোরিডার ৪টি বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে এবং বেশ কয়েকটি ফ্লাইটের রুট পরিবর্তন করে।

ইলন মাস্কের ব্যবসায়িক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে।

মার্চ মাসে একটি নীতিগত সংস্থা ক্যাম্পেইন লিগ্যাল সেন্টার (সিএলসি) অভিযোগ করে যে, স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা এবং এফএএ-এর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। এ বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে।

স্টারশিপ প্রকল্পে এখন পর্যন্ত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন মাস্ক। তার দাবি, এটি মানুষের মঙ্গল গ্রহে বসবাস নিশ্চিত করার পথে বড় একটি পদক্ষেপ।

এ ছাড়াও, স্পেসএক্স মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পে কাজ করছে, যার লক্ষ্য ৫০ বছরের বেশি সময় পর আবার মানুষকে চাঁদে পাঠানো।

তবে স্পেসএক্সের এই উচ্চাকাঙ্ক্ষী যাত্রায় বারবার ব্যর্থতা বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তারপরও প্রতিষ্ঠানটি বলছে, প্রতিটি ব্যর্থতাই পরবর্তী সফলতার জন্য ভিত্তি তৈরি করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স মামা ভাগনে ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উচ্চ আদালতের নির্দেশে গতকাল ১১ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার

বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, বাড়ছে করহার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল ভবিষ্যতের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা প্রদর্শিত (সাদা) করার আর কোনো সুযোগ থাকবে না।

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ

পল্লী বিদ্যুতের আরও ৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক: জেলায় জেলায় বিদ্যুৎ বন্ধে ক্ষমা চাওয়াসহ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো ৬ জনকেও স্ট্যান্ড রিলিজ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন

রুমিন ফারহানার বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার এলিফেন্ট রোডের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেলকুনিতে ইট পাটকেল ছুঁড়ে অকথ্য ভাষায় তাকে গালাগালের অভিযোগ