প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ

৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর সরকারি আকবর আলী কলেজের পুকুর ইজারাদার সাবেক এমপি তানভীর ইমামের পিএস যুবলীগ নেতা মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এবং কাজী এহসানুল হক সন্টু আত্মগোপনে যায়। পরে পুকুরটি সরকারি আকবর আলী কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে থাকে। জানা যায় ১০ বিঘা আয়তনে বিশাল পুকুরে রুই, কাতলা, মৃগেল,স্বর পুঁঠি, বড় আকৃতির আইরসহ মাছ অন্তত ১০ লক্ষাধীক টাকার মাছ ছিলো। অভিযোগ উঠেছে ২০ ফেব্রুয়ারী রাতে কলেজে পিকনিক করা হয় সেই রাতেই জেলে নিয়ে এসে মাছ ধরে বিক্রি করে দিয়েছে কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ি চালক রবিউল ইসলাম। এ ঘটনা জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে।'
মাছ চুরির ছবি এবং তথ্য গুলো পৌর ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস হেসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট করেন। সেখানে তিনি কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ি চালক রবিউল ইসলাম কে দায়ী করেন। এবং রবিউল এর মাছ ধরার ছবি ও পোস্ট করেন।
বিষয়টি নিয়ে গাড়ি চালক রবিউল ইসলাম এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান অনেক টাকার মাছ বিক্রি করেছে বিষয়টি মিথ্যা। তবে তার গাড়ি চালক ছিপ দিয়ে মাছ ধরেছে বলে তিনি স্বীকার করেন। এবং এই ঘটনায় তার গাড়ি চালক রবিউল ইসলাম কে চাকরি থেকে বাদ দিয়েছেন।'
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.