
জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরুষ্কার বিতারণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের মধুপুর সপ্তগ্রাম কবস্থান মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সেক্রেটারি মোঃ শফিউল আলমের আহবানে ভারপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন ।
এসময় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে
ভালো ফলাফলের জন্য ১৫ জন ছাত্র কে পুরুষ্কৃত করে উতসাহিত করা হয়।
এসময় মাদ্রাসা কমিটির সদস্য আলহাজ্ব ইউসুফ আলী, আছাব আলী,ফরিদ উদ্দিন, ইসাহাক আলী, দেলোয়ার হোসেন, আলহাজ্ব খলিলুর রহমান, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ও মাদ্রাসার হুজুর হাফেজ মাহদী হাসান,ইব্রাহিম হোসেনসহ ছাত্রদের অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।











