উল্লাপাড়ায় বাশের চটা আর পলিথিনের ঝুপড়ি ঘরে সাবিনা দম্পতির বসবাস

জুয়েল রানা, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আড়াই বছর ধরে পাকা সড়কের ধারে সরকারী জায়গায় ঝুপড়ি ঘর তুলে সাবিনা দম্পতি বসবাস করছেন। তাদের ঝুপড়ি ঘর বাশের চটা আর পলিথিনের ছাউনির ঘর। সে ঘর এখন বেশ বেহাল দশা। সাবিনা দম্পতির সাথেই বসবাস করছেন সাবিনা খাতুনের বৃদ্ধা মা মিষ্টি খাতুন এবং বিবাহিতা মেয়ে রোজিনার পরিবার। উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামে সাবিনা খাতুনের বাবা রাহাত শেখের আগে পরিবার পরিজন নিয়ে বসবাস ছিল। নিজস্ব বসতভিটা না থাকায় তিনি গ্রামের একজনের ভিটেবাড়ীতে ঘর তুলে বসবাস করতেন বলে জানাযায়। প্রায় এক যুগ আগে রাহাত শেখ মারা গেছেন। উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের রজব আলীর সাথে রাহাত শেখের মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়েছে। আগে স্বামী রজব আলী গাছি পেশায় কাজ করতেন। এখন বয়সের ভারে তেমন কাজ করতে পারেন না। তারও নিজস্ব বসতভিটা নেই এবং দিন আয়ে সংসার চলে। তিনি আগে চৌবিলা গ্রামে শ্বশুরবাড়ীতে বসবাস করতেন।

এখন সাবিনা দম্পতি উপজেলার ধামাইলকান্দি সলঙ্গা পাকা সড়কের ধারে জগজীবনপুর আলমের দহ নামে সরকারী জায়গায় বসবাস করছেন। এ দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে বলে জানানো হয়। এর মধ্যে মেয়ে রোজিনা খাতুনের বিয়ে হয়েছে। তার স্বামী রঞ্জু আহমেদ দিন হাজিরায় নানা পেশায় মজুরী খাটেন। সে টাকায় সংসার চালান । তার নিজস্ব বসতভিটা না থাকায় সে স্ত্রী-সন্তান নিয়ে আলমের দহ এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করছেন।

জগজীবনপুর আলমের দহ এলাকায় সাবিনা দম্পতির বসতবাড়ীর রাস্তা দিয়ে প্রায় অনেকেই চলাচল করে কিন্ত নজরে আসলেও সহযোগিতা করেন নি কেউ। সড়কের ধারে সরকারী জায়গায় বসতঘর বলতে ভাঙাচোরা টিন, বাশের চটা , চাটাই পলিথিনের ছাউনির দুটি ছাপড়া ঘরে সাবিনা খাতুন দম্পতি এবং তাদের মেয়ে রোজিনা দম্পতি বসবাস করছেন। তারা প্রায় আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন। সাবিনা খাতুনের মা প্রায় পচাত্তর বছর বয়সী মিষ্টি খাতুন এখন বয়সের ভারে তেমন চলাচল করতে পারেন না। সাবিনা খাতুন বলেন, তার পিতার নিজস্ব বসতভিটা ছিলো না বলে বছরের পর বছর বিভিন্নজনের আশ্রয়ে বসবাস করেছেন। আবার তাকে বিয়ে দেওয়া হলে তার স্বামীরও নিজস্ব বসতভিটা ছিলোনা। সাবিনার নিজের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে।

বসতভিটে না থাকা একজনের সঙ্গে তাদের বসতী ঘরগুলো এখন বেশ বেহাল দশা, মেরামত করার মত টাকা নেই । ঝড় বৃষ্টির দিন সামনে, তাদের চিন্তা একটাই বড় ভয়, ঝড় হাওয়ার কবলে বসতঘরের ক্ষতি হবে। তাই জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন অসহায় গরিব পরিবার টি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ঢিলেঢালা আন্দোলন নিয়েও কূটনীতি পাড়ায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা ঢিলে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং একদফা দাবিতে গত মঙ্গলবার থেকে দেশব্যাপী পাঁচ

সিরাজগঞ্জ-২ আসনের এমপি হেনরীর আগুনেপোড়া বাসা থেকে ২ জনের কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২( সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বাসভবনে রবিবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আগুন দেয়।

প্রধানমন্ত্রী হিসেবে শহীদ মিনারে ২১ বার পুষ্পস্তবক করলেন শেখ হাসিনা’

নিজস্ব প্রতিবেদক: সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ তম পুষ্পস্তবক করলেন। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন ক্ষমতাবলে যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন সেনা কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নতুন ক্ষমতাবলে যে কাউকে গ্রেফতার করতে পারবেন। যে কোন স্থানে চালাতে পারবেন তল্লাশী। প্রয়োজনে চালাতে

হাইকোর্ট ঘেরাও কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার হাইকোট ঘেরাও কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ জন্য কার্জন হলের গেটে সবাইকে জড়ো হওয়ার

তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

লুৎফর রহমান তাড়াশ: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা