
জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির সিরাজগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল্লাহ সরকার আলবির ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদ আই মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মুহাম্মাদ রাকিবুল ইসলাম সিরাজীকে সভাপতি ও মোঃ আল-আমিন হোসেনকে সহ-সভাপতি করা হয়েছে।
সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান এবং দপ্তর সম্পাদক মোঃ তানভীর আহমেদ তারেক।
এছাড়া উপ-দপ্তর সম্পাদক মোঃ রানা বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল কালাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হাসান, অর্থ সম্পাদক আরিয়ান জাকির। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জুয়ায়ের আহমেদ মানিক, মোঃ অনন্ত আহমেদ রানা, মোঃ লিমন হাসান ও মোঃ রতন ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল্লাহ সরকার আবির বলেন, উল্লাপাড়ায় নবগঠিত আহ্বায়ক কমিটি ছাত্রদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে।