জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা শুরু করে জগজীবনপুর বাজারে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন জগজীবনপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শহরিয়ারপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, আঙ্গারু বালিকা এস এনবি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন হোসেন ও জগজীবনপুর রানী নগর নুরানী সদন্ত ইবতেদায়ী মাদ্রাসার মাওলানা মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের খোঁজাখালীর একটি কাট বাগান থেকে মিম খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিম সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে আঙ্গারু পাচঁপির ফাজিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
এসময় স্থানীয়রা দাবি করেন ১৩ বছর বয়সী মিম খাতুন কে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন উপস্থিত সকলে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.