জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
তিনি জানান,র্যাব-১২,সদর কোম্পানির আভিযানিক দল উল্লাপাড়া থানার চর মোহনপুর গ্রামের (দাসপাড়া), ১নং আসামি আলামিন এর বসত ঘরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী, উপজেলার চর মোহনপুর (দাশপাড়া), গ্রামের পর্বত প্রামানিকের ছেলে আলামিন (৩৮) ও কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২১)। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।