উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি প্রতিবাদ জানান।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১২ মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ মর্মে যে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, তিনি জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশি দেশের ‘গুপ্তচর’ কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন।

জামায়াতের এ নেতা আরও বলেন, মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেয়া সমীচীন। তার এ বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে বলা হয়, মাহফুজ আলমের জানা থাকার কথা যে, শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তাতে যুদ্ধাপরাধের সাথে জামায়াতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়েছিল এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে ওই সমস্যার সমাধান করে গিয়েছেন। জামায়াতের সাবেক আমির গোলাম আযম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েই তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন। শেখ হাসিনা ‘ক্যাঙ্গারু কোর্ট’ বসিয়ে জামায়াতের নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়েছিল এবং তাদের দলীয় লোকদের দিয়ে ‘মিথ্যা সাক্ষী’ সাজিয়ে জামায়াত নেতাদের যে বিচার করেছিল তা দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে বিচারপতিদের ‘ভয়’ দেখিয়ে যে বিচার করা হয়েছে তা ছিল বিচারের নামে একটি প্রহসন। তার প্রমাণ স্কাইপ কেলেঙ্কারি, সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য, মাওলানা সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর বক্তব্য।’

আরও বলা হয়, বৃটিশ সুপ্রিম কোর্টে হাসিনা সরকারের ওই বিচার গ্রহণযোগ্যতা পায়নি। এ থেকেই প্রমাণিত হয়, ১৯৭১ সালে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মাহফুজ আলমের বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর। তবে তার এ বক্তব্য কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে বা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকেও হতে পারে বলে দেশবাসী মনে করে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার লেখার জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতে ইসলামী আহলে সুন্নত আল জামায়াতের পূর্ণ অনুসারী। জামায়াতের আক্বিদার বিষয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর ও এখতিয়ার বহির্ভূত। জামায়াতে ইসলামী, ফরায়েজী জামায়াত, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামের সাথে বৃটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছে।

জামায়াতের এই বিবৃতির পর উপদেষ্টা মাহফুজ আলমের মনের ‘বিভ্রান্তি’ দূর হবে এবং তার ‘ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের’ জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে জামায়াত সম্পর্কে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন বলে আশা ব্যক্ত করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামীকে কুপিয়ে হত্যা করে নিজেই থানায় গেলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে মো. রাকিব ইসলাম (২০) নামের এক স্বামীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী জিনিয়া ইসলাম। স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরে থানায়

ফ্যাসিস্টদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে মুখরিত তাড়াশের রাজপথ

লুৎফর রহমান তাড়াশ: ফ্যাসিস্টদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে মুখরিত সিরাজগঞ্জের তাড়াশের রাজপথ। আজ ১০ (নভেম্বর) রবিবার সকালে পৌর বিএনপি ও ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ

তাড়াশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আজ (১৮ রমজান) বুধবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজনে

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সিইপিজেডে একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। শনিবার (৭ ডিসেম্বর)। সন্ধ্যার দিকে এ ঘটনা

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছর পদার্পণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: করতোয়া গ্রæপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামে

‘যুক্তরাজ্যে সম্পদের পাহাড় সাইফুজ্জামান চৌধুরীর’

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম লন্ডনে সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটিতে ২০২২ সালে ১ কোটি ৩৮ লাখ