‘উপজেলা নিয়ে উত্তপ্ত হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দলে কোন্দল-বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকে সবাইকে সতর্ক করেছেন। এরপর বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা দলে বিভক্তি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা, উপজেলা নির্বাচনকে ঘিরে সারাদেশে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি-কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। অনেক জায়গায় এখন আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে।’

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, উপজেলা নির্বাচনে প্রতিটি উপজেলা থেকে আওয়ামী লীগের অন্তত চার থেকে পাঁচ জন প্রার্থী প্রার্থী দাঁড়াতে পারেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে, এমপি কোন প্রার্থীকেই সমর্থন দিতে পারবেন না। কিন্তু বাস্তবতা হলো যে, এমপিরা ইতোমধ্যেই তাদের নির্বাচনী এলাকায় কে উপজেলা চেয়ারম্যান হবে, তার পছন্দের ব্যক্তি হিসেবে কে নির্বাচনে দাঁড়াবে তা ঠিকঠাক করে দিচ্ছেন। সবগুলো উপজেলাতেই এমপিদের পছন্দের ব্যক্তি যে প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত।

এমপিরা যখন তাদের নিজেদের মতো করে প্রার্থী ঠিক করে দিচ্ছেন, তখন আওয়ামী লীগের অন্যান্য প্রভাবশালী নেতারা কেমন করে চুপচাপ বসে থাকবেন, তারাও তাদের মতো করে প্রার্থী দিচ্ছেন। এই উপজেলা নির্বাচনে একটি বড় বৈশিষ্ট্য দেখা যাবে যে, অপেক্ষাকৃত তরুণ নেতারা উপজেলার জন্য স্বতন্ত্রভাবে প্রার্থী হবেন। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ করা যে সমস্ত তরুণরা আপাতত এমপি হতে পারছেন না, সংগঠনে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ নয়, তাদের মধ্যে নানা না পাওয়ার বেদনা এবং হতাশা রয়েছে, এরা এবার উপজেলা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এই সমস্ত তরুণদের নিজস্ব কর্মীবাহিনী আছে। অতীতে ছাত্রলীগ বা যুবলীগ করার জন্য তাদের নিজস্ব বলয় তৈরি হচ্ছে এবং এই বলয়ের মাধ্যমে তারা নির্বাচনে একটি বড় ধরনের চমক দেখাতে চায়।

তবে স্থানীয় বিভিন্ন এলাকার সঙ্গে কথা বলে দেখা গেছে যে, যুবলীগ বা ছাত্রলীগের প্রাক্তন নেতারা নির্বাচনে দাঁড়ালে নির্বাচন সহিংস হয়ে উঠবে। কারণ, এই তরুণরাই তাদের শক্তি। এরা এমপি এবং আওয়ামী লীগের নেতাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন করতে পারবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও উপজেলা নির্বাচন হচ্ছে স্বতন্ত্রভাবে। তারপরও আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। একইভাবে আওয়ামী বিরোধী ভোটব্যাংক রয়েছে। আওয়ামী লীগের একাধিক প্রার্থী বিজয়ী হলে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বা জামায়াতের স্বতন্ত্র প্রার্থী বাড়তি সুবিধা পাবে। কারণ যারা আওয়ামী লীগের সমর্থন করেন বা আওয়ামী লীগের যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে দাঁড়াবেন তাদের ভোটগুলো ভাগ হয়ে যাবে।

অন্যদিকে বিএনপি বা জাতীয় পার্টি তাদের নিজেদের ভোটগুলো যদি অখন্ড রাখতে পারেন তাহলে সেই উপজেলাগুলোতে তাদের জন্য একটি সুবিধাজনক অবস্থা তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই উপজেলাগুলোকে জটিল সমীকরণে নিয়ে গেছে, এই লড়াইয়ের ফলে উপজেলা নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে। পাশাপাশি উপজেলায় আওয়ামী লীগ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগ, চাকরি হারালেন ৯৬ আনসার

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ক্যাম্প ত্যাগ করে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের মোট ৯৬ জনকে

ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত দুই সাংবাদিক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত

তেঁতুলিয়া সীমান্তে পুশইনের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্তে পুশইনের সময় তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে পেদিয়াগঞ্জ বিওপির সদস্যরা তাদের আটক করে। তাদের একজন বাংলাদেশি ও

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

চুল পাকে যেসকম বয়সে ব কারণে

অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকরা বলেন শরীরে মেলানিনের অভাব ঘটলে চুল রঙ হারাতে শুরু করে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে অল্প

সচিবালয়ের আগুন ‘পরিকল্পিত’: নৌবাহিনী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে ৭ ও ৯ তলায় লাগা আগুন শর্টসার্কিটে নয়, বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি