‘উপজেলা নিয়ে উত্তপ্ত হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দলে কোন্দল-বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকে সবাইকে সতর্ক করেছেন। এরপর বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা দলে বিভক্তি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা, উপজেলা নির্বাচনকে ঘিরে সারাদেশে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি-কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। অনেক জায়গায় এখন আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে।’

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, উপজেলা নির্বাচনে প্রতিটি উপজেলা থেকে আওয়ামী লীগের অন্তত চার থেকে পাঁচ জন প্রার্থী প্রার্থী দাঁড়াতে পারেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে, এমপি কোন প্রার্থীকেই সমর্থন দিতে পারবেন না। কিন্তু বাস্তবতা হলো যে, এমপিরা ইতোমধ্যেই তাদের নির্বাচনী এলাকায় কে উপজেলা চেয়ারম্যান হবে, তার পছন্দের ব্যক্তি হিসেবে কে নির্বাচনে দাঁড়াবে তা ঠিকঠাক করে দিচ্ছেন। সবগুলো উপজেলাতেই এমপিদের পছন্দের ব্যক্তি যে প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত।

এমপিরা যখন তাদের নিজেদের মতো করে প্রার্থী ঠিক করে দিচ্ছেন, তখন আওয়ামী লীগের অন্যান্য প্রভাবশালী নেতারা কেমন করে চুপচাপ বসে থাকবেন, তারাও তাদের মতো করে প্রার্থী দিচ্ছেন। এই উপজেলা নির্বাচনে একটি বড় বৈশিষ্ট্য দেখা যাবে যে, অপেক্ষাকৃত তরুণ নেতারা উপজেলার জন্য স্বতন্ত্রভাবে প্রার্থী হবেন। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ করা যে সমস্ত তরুণরা আপাতত এমপি হতে পারছেন না, সংগঠনে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ নয়, তাদের মধ্যে নানা না পাওয়ার বেদনা এবং হতাশা রয়েছে, এরা এবার উপজেলা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এই সমস্ত তরুণদের নিজস্ব কর্মীবাহিনী আছে। অতীতে ছাত্রলীগ বা যুবলীগ করার জন্য তাদের নিজস্ব বলয় তৈরি হচ্ছে এবং এই বলয়ের মাধ্যমে তারা নির্বাচনে একটি বড় ধরনের চমক দেখাতে চায়।

তবে স্থানীয় বিভিন্ন এলাকার সঙ্গে কথা বলে দেখা গেছে যে, যুবলীগ বা ছাত্রলীগের প্রাক্তন নেতারা নির্বাচনে দাঁড়ালে নির্বাচন সহিংস হয়ে উঠবে। কারণ, এই তরুণরাই তাদের শক্তি। এরা এমপি এবং আওয়ামী লীগের নেতাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন করতে পারবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও উপজেলা নির্বাচন হচ্ছে স্বতন্ত্রভাবে। তারপরও আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। একইভাবে আওয়ামী বিরোধী ভোটব্যাংক রয়েছে। আওয়ামী লীগের একাধিক প্রার্থী বিজয়ী হলে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বা জামায়াতের স্বতন্ত্র প্রার্থী বাড়তি সুবিধা পাবে। কারণ যারা আওয়ামী লীগের সমর্থন করেন বা আওয়ামী লীগের যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে দাঁড়াবেন তাদের ভোটগুলো ভাগ হয়ে যাবে।

অন্যদিকে বিএনপি বা জাতীয় পার্টি তাদের নিজেদের ভোটগুলো যদি অখন্ড রাখতে পারেন তাহলে সেই উপজেলাগুলোতে তাদের জন্য একটি সুবিধাজনক অবস্থা তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই উপজেলাগুলোকে জটিল সমীকরণে নিয়ে গেছে, এই লড়াইয়ের ফলে উপজেলা নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে। পাশাপাশি উপজেলায় আওয়ামী লীগ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পলাশ হোসেন (১৮) নামে

আলেমদের ফ্রি চিকিৎসা দেন কলকাতার চিকিৎসক ডা. শাহানুর

মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং আলেমদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন কলকাতার চিকিৎসক ডা. শাহানুর মণ্ডল। বুধবার কলকাতা থেকে প্রকাশিত পুবের কলম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে

সিরাজগঞ্জ রায়গঞ্জে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি: মুসলমানদের আচার-ব্যবহার,ধর্মীয় রীতিনীতি ও ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ মার্চ

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা প্রত্যক্ষ করার আহ্বান ‘জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।