উদ্বোধনের দেড় বছরেও কার্যক্রম নেই ৩৩৫ কোটি টাকার রুপপুর রেলপথের

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মান করা হয় ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কি.মি. রেলপথ। উদ্বোধনের দেড় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পারমাণবিক প্রকল্পের কোনো কাজে আসেনি। বর্তমানে এটি রেল কর্তৃপক্ষের মালপত্র রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। এদিকে স্থানীয়রা বলছেন তৎকালীন সরকার, অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই বাস্তবায়ন করেন রুপপুর রেলপথের মতো এমন প্রকল্প।’

প্রকল্পসূত্রে জানা যায়, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য সরকারের সিদ্ধান্তে রেলপথ নির্মাণ হয়। এটি ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ। পরে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের মধ্যে ১৩টি লেভেল ক্রসিং, ৭টি বক্স কালভার্ট নির্মাণ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কম্পিউটার বেইজ কালার লাইট সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হয়।

এদিকে উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, রূপপুর স্টেশন হয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। এটি শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালপত্র ও যন্ত্রপাতি আনা-নেওয়ার জন্য ব্যবহৃত হবে।

তবে উদ্বোধনের দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো পণ্য এখনও পরিবহন হয়নি এই রেলপথে। স্টেশনটি রেল কর্তৃপক্ষের মালপত্র রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের দাবি তৎকালীন ফ্যাসিবাদি সরকার নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এমন অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করেছে।

স্থানীয় বাসিন্দা আমিন হোসেন নামের একজন জানায়, এই রেল পথটি নির্মাণ করা হয়েছে সরকারের অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে। অর্থাৎ যে সকল প্রকল্প মানুষের কোন কাজে আসে না তৎকালীন সরকার সেসব প্রকল্পই অর্থ লোপাটের উদ্দেশ্য নিয়ে বাস্তবায়ন করেছে।

রুহুল নামের একজন স্থানীয় ব্যক্তি জানায়,কোটি কোটি টাকা খরচ করে এই রেলপথের নির্মাণ করা হয়েছে। দেড় বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন প্রকারের কাজে আসেনি। রুপপুর পারমানবিক প্রকল্পের মালামাল পরিবহনের জন্য। রেলপথটি নির্মাণ করা হলো তবে প্রকল্পের একটা নাট ও আসেনি এই রেলপথ দিয়ে। বর্তমানে রেল কর্তৃপক্ষের প্রয়োজনে এটি ব্যবহৃত হচ্ছে।’

সামাদ নামের একজন সচেতন নাগরিক জানায়, নিঃসন্দেহে এই প্রকল্প অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে তৎকালীন ফ্যাসিবাদী সরকার নাম মাত্র প্রকল্প বাস্তবায়ন করেছেন। যে প্রকল্প কোন প্রকারের কাজে আসেনি। এ সকল প্রকল্প বাস্তবায়নের যারা যুক্ত ছিলেন তদন্ত করে তাদের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে তিনি বলেন,এখন পর্যন্ত এই নতুন স্টেশন ও রেলপথ দিয়ে রূপপুর প্রকল্পের জন্য কোনো মালপত্র ওঠানো-নামানো বা আনা-নেওয়া হয়নি। এই অবস্থায় স্টেশন ইয়ার্ডে রেলের নতুন কিছু ওয়াগন ও কোচ রাখা হয়েছে; যা ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা। স্থান সংকুলান ও নিরাপত্তার অভাবে বর্তমানে রূপপুর স্টেশনে এসব কোচ এনে রাখা হয়েছে।’

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘বিষয়টি রূপপুর প্রকল্পের ইস্যু যাঁরা টাকা দিয়েছেন, তাঁরাই এটি ব্যবহার করবেন। এখন হয়তো ব্যবহার হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে রূপপুর প্রকল্পের কাজে অনেক বেশি ব্যবহার হতে পারে। আর এই রেলপথটি নির্মাণ করা হয়েছে জরুরী কাজের জন্য। অর্থাৎ নদীপথ বা সড়ক পথ বন্ধ থাকলে রেলপথে মালামাল পরিবহন করা সম্ভব হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে মধু আহরণে সরিষার ফলন ও চাষ বাড়ছে

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাক্স বসিয়ে মধু আহরণ করায় দিন দিন সরিষার আবাদ ও ফলন দুই-ই বাড়ছে। জেলায় আহরিত মধু যাচ্ছে বিদেশে- সৃষ্টি হচ্ছে

‘উপজেলাতেও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: কাগজে কলমে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করছেন না। নৌকা প্রতীক ছাড়াই আওয়ামী লীগের এমপিরা যে

‘আজ ইজতেমার আখেরি মোনাজাত’

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। রোববার, ৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

ঠিকানা টিভি ডট প্রেস: চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে আজ (শনিবার’) নিজেদের প্রথম খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে

যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে, বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের

শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে

অনলাইন ডেস্ক: গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল)। স্থানান্তর করা হয়েছে। বুধবার