প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
উত্তর কোরিয়ার হ্যাকারদের শিকার শীর্ষ রুশ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার হ্যাকারদের একটি এলিট গ্রুপ সম্প্রতি রাশিয়ার একটি শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক গোপনে হ্যাক করেছে। গতবছর অন্তত পাঁচ মাস ধরে চলেছে এই হ্যাকিং।
নিরাপত্তা গবেষকদের বিশ্লেষণ এবং বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা প্রযুক্তিক কিছু তথ্য-প্রমাণে এমনটি দেখা গেছে।,
জানা গেছে, কিম জং উন প্রশাসনের সঙ্গে জড়িত দুটি হ্যাকার দল মস্কোর কাছাকাছি ছোট্ট শহর রিউকোভে অবস্থিত রকেট ডিজাইন ব্যুরো ‘এনপিও ম্যাশিনোসস্ট্রোয়েনিয়া’র সিস্টেম হ্যাক করেছে। নিরাপত্তা গবেষকদের বিশ্লেষণ ও রয়টার্সের পর্যালোচনায় এর স্বপক্ষে কিছু প্রাযুক্তিক তথ্য-প্রমাণও মিলেছে। এসব তথ্য-প্রমাণ অনুযায়ী, হ্যাকিংয়ের এ মিশন শুরু হয় ২০২১ সালের শেষ দিকে ও তা চলেছে ২০২২ সালের মে মাস পর্যন্ত।
রয়টার্সের পর্যালোচনায় উঠে এসেছে, ওই হ্যাকারদের সঙ্গে উত্তর কোরিয়া সরকারের সম্পর্ক রয়েছে। নিরাপত্তা গবেষকরা বলছেন, হ্যাকাদের যে দুটি দল এ সাইবার আক্রমণ করেছে তাদের না স্কারক্রাফট ও ল্যাজারাস। তবে হ্যাকিংয়ের সময় কোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না কিংবা কী কী তথ্য দেখা হয়ে হয়েছে তা বলতে পারেনি রয়টার্স।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.