অনলাইন ডেস্ক: উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে আবারও প্রকৃতির ভয়াল রূপ দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় হারসিল এলাকার একটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১১ জন ভারতীয় সেনাসদস্যও রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উত্তরকাশী জেলার হারসিল এলাকায় এ ভয়াবহ দুর্যোগ ঘটে। স্থানীয়রা জানান, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় হঠাৎ করে ‘ক্লাউডব্রাস্ট’ বা সীমাহীন বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এতে প্রচণ্ড জলপ্রবাহ সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং মানুষজনকে ভাসিয়ে নিয়ে যায়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাস্থলে একটি সেনাক্যাম্প ছিল, যেখান থেকে ১১ জন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বন্যার পরপরই ভারতীয় সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা দল উদ্ধার তৎপরতা শুরু করে। তবে প্রবল বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে ক্লাউডব্রাস্ট একটি সাধারণ কিন্তু মারাত্মক ঘটনা। এতে অল্প সময়ের মধ্যে সীমিত এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, যা পাহাড়ি অঞ্চলে ধস ও আকস্মিক বন্যার সৃষ্টি করে। ফলে নিম্নাঞ্চলে ভয়াবহ স্রোতের সৃষ্টি হয়, যা প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়া সত্ত্বেও বুধবারও তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: এনডিটিভি
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.