
মোঃ রাজিব আলি পাবনা প্রতিনিধি: পাবনা ঈশ্বরদীতে দুটি গাজার গাছ সহ আজিবর( প্রাং) নামে একজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শুক্রবার (৩০) এপ্রিল রাতে উপজেলা সাহাপুর ইউনিয়নে বাসের বাধা মল্লিকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ২ টি গাজার গাছ সহ গাজা চাষিকে গ্রেফতার করা হয়েছে।
আটক কৃত আজিবর ওই গ্রামের মৃত হারেজ উদ্দিন প্রামানিক এর ছেলে।
ওই ঘটনা সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার উপ পরিদর্শক জুলহাস উদ্দিন তিনি আরো বলেন গোপন সংবাদের ভিত্তিতে সায়া তদন্ত নামে থানা পুলিশ। এবং আজকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের সময় আসামির বসতবাড়ির পেছন থেকে ৫ ফিট দুই ইঞ্চি ও তিন ফিট উচ্চতা দুইটি গাজার গাছ জব্দ করে পুলিশ। আটক কৃত
আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।