ঈদ ব্যস্ততায় সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো খটখট শব্দে মুখোরিত

নজরুল ইসলাম: দিনের আলো ফোঁটার সাথে সাথেই তাঁতের খট খট শব্দে মুখরিত সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলো।

দেশজুড়ে তাঁত শিল্প সমৃদ্ধ এ জেলা হিসেবে পরিচিত । সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালী উপজেলায় পাওয়ার লুম ও হ্যান্ডলুম মিলে অন্তত আড়াই লক্ষাধিক তাঁত রয়েছে। তৈরি হয় আন্তর্জাতিক মানের লুঙ্গি, গামছা ও শাড়ি। উৎপাদিত এসব পণ্যেন কদর দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশেও রপ্তানী হচ্ছে। এ শিল্পটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অন্তত ১০ লাখ কর্মজীবী মানুষ। বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার তাঁত পণ্য উৎপাদিত হয় এ জেলায়। এ কারণে জেলার ব্র্যান্ডিং ঘোষণা করা হয়েছে এ তাঁত শিল্পকে। নাম দেয়া হয় ‘তাঁতকুঞ্জ সিরাজগঞ্জ’।

উৎপাদন বাড়াতে প্রতিটি কারখানায় যন্ত্র চালিত পাওয়ার লুমের যন্ত্রাংশ, ও সহজ কিস্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে এ জেলার তাঁত বোর্ড। তাঁত শ্রমিক শাহ আলম, সাহেদ আলী, সোবাহান, সুফিয়া, জাহানারা জানান ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে, এখন প্রতিদিন কাজ হচ্ছে। কিছুদিন আগেও মাঝে মাঝে তাঁত বন্ধ থাকতো তখন সংসারে অভাব-অনটন লেগে থাকতো। এখন তাঁত চালু হওয়ায় অভাব দূর হয়েছে।

এনায়েতপুর এলাকার তাঁত মালিক ইমরান খান বলেন, এখানে উৎপাদিত তাঁতের লুঙ্গি ও গামছার দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। সারা দেশ থেকে ব্যপারীরা এসে বিভিন্ন হাট থেকে কিনে নিয়ে যান এসব শাড়ি-লুঙ্গি।

বেলকুচি তাঁত মালিক সমিতির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ বলেন, এই জেলায় আড়াই লক্ষাধিক তাঁতে প্রায় ১০ লাখ মানুষ কর্মরত রয়েছেন। এদের হাতে উৎপাদিত উন্নত মানের তাঁত সামগ্রী উৎপন্ন হচ্ছে যার সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পৌঁছেছে। এটা আমাদের গর্বের বিষয়। এরপর আমাদের উৎপাদিত লুঙ্গি ও গামছা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আমরা আরো গর্ববোধ করি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, জেলার অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম শিল্প হচ্ছে তাঁত শিল্প। বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার তাঁত পণ্য উৎপাদিত হয় এ জেলায়। তবে এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি দেশের বস্তুখাতের শীর্ষ ব্যবসায়ীদের এখানে বিনিয়োগ করা প্রয়োজন।

তাঁত শ্রমিক- মালিকদের উৎসাহ ও সুযোগ-সুবিধা নিশ্চিতে এ খাতের সম্ভাবনাময় দিক তুলে ধরে তাঁতবোর্ড সিরাজগঞ্জ জেলার লিয়াজোঁ অফিসার অমিত সরকার বলেন, তাঁতীদের মান উন্নয়ন ও পরামর্শে তাঁতীদের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে যা বিশ্বজুড়ে সমাদৃত। ইতিমধ্যে তাঁদের নিয়ে জেলা কেন্দ্রে যুগোপযোগী প্রশিক্ষণ সেন্টারটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, উন্নত যন্ত্রাংশের মাধ্যমে এ খাতের সাথে জড়িতদের আধুনিকায়নে ব্যাপক ভূমিকা রাখছে তাঁত বোর্ড।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ শিল্পকে টিকিয়ে রাখতে তাঁতীদের নিত্য নতুন সুযোগ সৃষ্টিতে তাঁতকুঞ্জ নামে খ্যাত সিরাজগঞ্জ জেলায় প্রকল্প আরও বাড়ানো প্রয়োজন। তাঁতীদের মানোন্নয়নে যথাযথ কার্যকরী পরামর্শ পরিদর্শন ও সুযোগ সুবিধা সৃষ্টিতে সিরাজগঞ্জ তাঁত কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থন ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে,

বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান নিউইয়র্ক টাইমসের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করায় জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদক

কামারখন্দে ৯ম ও ১০ম গ্রেডের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকদের মানববন্ধন 

উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি: পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দে মানববন্ধন কর্মসূচি পালন

মহানবীকে কটূক্তির জেরে এলাকায় থমথমে অবস্থা, স্বাভাবিক হওয়ার পর রাতে মন্দিরে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে দুই মাসের মাথায় আবারও মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর)। রাত সাড়ে সাতটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামে

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি

সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়ে নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে হওয়া হামলায় হানিয়ার এক দেহরক্ষীও