ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি’

নিজস্ব প্রতিবেদক: ঈদের পরই শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। পাশাপাশি নতুন সরকার প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে। আর এই সমস্ত কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাঁচটি কারণে ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর মধ্যে রয়েছে।

১. উপজেলা নির্বাচন: ইতিমধ্যে দুই দফার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সামনে আরও অন্যান্য উপজেলাগুলোর তফসিল ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ইতিমধ্যে আওয়ামী লীগ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভক্তি সহিংসতায় রূপ নিতে পারে। তাছাড়া এই উপজেলা নির্বাচনে এবার বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে। নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে এটিকে বিএনপি এবং জামায়াত ইস্যু করবে বলেও ধারণা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ পুরো মে মাস জুড়ে উত্তপ্ত থাকতে পারে।

২. লোডশেডিং, বিদ্যুৎ সংকট: গরম আসতে না আসতেই গ্রাম অঞ্চলে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের সূত্রগুলো বলছে, সামনের দিনগুলোতে ঢাকাতেও ভয়াবহ লোডশেডিং তৈরি হতে পারে। অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে বিলম্ব এবং জ্বালানি আমদানিতে সাশ্রয় নীতি অনুসরণ করার ফলে বিদ্যুৎ সংকট প্রবল আকার ধারণ করতে পারে এবং এরকম পরিস্থিতিতে একটা আন্দোলনের প্রবেশমুখ উন্মুক্ত হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছে। বিশেষ করে বিরোধী দলগুলো বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আন্দোলনের জন্য সাধারণ মানুষের সমর্থন পাবেন বলে অনেকেই ধারণা করছেন।

৩. বাজেট: সরকার অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। এই অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকার কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করছে। তার যেমন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যাংক একীভূত করা হচ্ছে। খেলাপি ঋণ কমানোর জন্য চেষ্টা করছে। ভর্তুকি কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ রকম পরিস্থিতিতে আসন্ন বাজেটে আয়করের হার বাড়াতে পারে, ভ্যাটের পরিধি বাড়তে পারে। এটি বিরোধী দলের হাতে একটি ইস্যু তৈরি করে দিতে পারে বলে অনেকে মনে করছেন। এর ফলে বিরোধী রাজনৈতিক দলগুলো নতুন করে আন্দোলন শুরু করতে পারে। বাজেট কেন্দ্রিক একটি আন্দোলন বিশেষ করে ঋণ খেলাপিদের বিচার, অর্থপাচারকারীদের চিহ্নিত করা, মুদ্রাস্ফীতি কমানো এবং ব্যাংকের শৃংখলা ফেরানোর দাবিতে সরকার বিরোধী আন্দোলন নতুন গতি পেতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা।

৪. দ্রব্যমূল্য পরিস্থিতি: দ্রব্যমূল্য পরিস্থিতি একটি ভয়ঙ্কর আকার করেছে এবং এখানে এক ধরনের স্বেচ্ছারিতা চলছে দ্রব্যমূল্য নিয়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সামনের দিনগুলোতে এটি নিয়ে বিরোধী দলগুলো ইস্যু করবে এবং নতুন করে এই বিষয়ে আন্দোলন গড়ে তুলার চেষ্টা করবে বলেও ধারণা করা হচ্ছে।

৫. শিক্ষাঙ্গনের পরিস্থিতি: প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষাঙ্গনগুলোতেও নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এটি নিয়ে শিক্ষাঙ্গনে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনাও অমূলক নয় বলে অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে ঈদের পরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই অনেকে মনে করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘উপজেলা নির্বাচন: সর্বশক্তি দিয়ে মাঠে নামবে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতাবিরোধী নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াতে ইসলাম উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা মজলিসে শূরায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জামায়াতের

খুললো আমার দেশ পত্রিকার ছাপাখানা

নিজস্ব প্রতিবেদক: আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললো। আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পত্রিকাটির সম্পাদক

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই

১৭ হাজার মালয়েশিয়া প্রবাসীর স্বপ্নভঙ্গ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হয়েছ গত শুক্রবার রাতেই। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই ছিল দেশটিতে কর্মীদের যাওয়ার শেষ সুযোগ। এরপর গতকাল

জনসভা সফল করতে নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস

নজরুল ইসলাম: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপির যৌথ আয়োজনে জনসভা সফল করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ

সমঝোতা করেই কি মুক্তি পেলেন ফখরুল-খসরু

নিজস্ব প্রতিবেদক: গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ দুজনের মুক্তিতে বিএনপির