ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত শাহজাদপুরের ২২ মণ ওজনের ‘সোহাগ বাবু’ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের কৃষক আবু সাঈদ সাধু সরদার লালন-পালন করেছেন ‘সোহাগ বাবু’ নামের একটি বিশালদেহী ষাঁড়। প্রায় ২২ মণ ওজনের এই অস্ট্রেলিয়ান জাতের ষাঁড়টির দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা।
দর্শনার্থীদের কাছে ইতোমধ্যেই সোহাগ বাবু হয়ে উঠেছে কৌতূহলের বিষয়। প্রতিদিন শতাধিক মানুষ এই গরুটি একনজর দেখতে সাধু সরদারের বাড়িতে ভিড় করছেন। সম্ভাব্য ক্রেতারাও গরুটি দেখে আগ্রহ প্রকাশ করছেন এবং দরদাম করছেন।
আবু সাঈদ জানান, দুই বছর আগে তার গোয়ালের শংকর জাতের একটি গাভী একটি সাদাকালো ডোরাকাটা ষাঁড় বাছুর প্রসব করে। জন্মের পর থেকেই বাছুরটির আকৃতি ও স্বাস্থ্য স্বাভাবিকের তুলনায় বেশ বড় এবং শক্তপোক্ত হওয়ায় আদর করে নাম রাখেন ‘সোহাগ বাবু’। সেই থেকে সন্তানসম ভালোবাসা আর নিবিড় যত্নে গরুটিকে লালন-পালন করছেন তিনি।
সাধু সরদার বলেন, “সোহাগ বাবুর যত্নই এখন আমার জীবনের প্রধান কাজ। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে গরুটির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ি। গোবর পরিষ্কার, গোসল, খাওয়ানো—সব কাজই নিজ হাতে করি।”
সোহাগ বাবুর জন্য প্রতিদিন মাঠে ঘুরে ঘাস সংগ্রহ করেন তিনি। লকলকে সবুজ ঘাস নিজের মাথায় করে ঘরে এনে পরিষ্কার পানিতে ধুয়ে খাওয়ান গরুটিকে। সেই সঙ্গে উন্নতমানের খইল, ভুট্টা, সোলা, খেসারি, মাসকালাই ও গুড়ের পানি মিশিয়ে বিশেষ খাদ্য তৈরি করে সকালে ও সন্ধ্যায় নিজ হাতে খাওয়ান। খাবারের মান নিয়ে কোনো রকম আপস করতে নারাজ সাধু সরদার।
নিজের আরাম ত্যাগ করে গরুর সঙ্গেই গোয়ালের পাশে টিনের ছাউনি ঘরে বসবাস করছেন তিনি। রাতেও একাধিকবার ঘুম ভেঙে সোহাগ বাবুর গোবর ও মূত্র পরিষ্কার করেন, যাতে গরুটির ঘুমে বা বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে।
তবে সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বয়সজনিত কারণে সোহাগ বাবুর পরিচর্যা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। তাই এ বছর কোরবানির ঈদে গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “সোহাগ বাবুর মোট ওজন হবে প্রায় ২২ মণ। নিট মাংস পাওয়া যাবে কমপক্ষে ১৫ মণ। এখন পর্যন্ত সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত দাম বলা হয়েছে। তবে আমি আরও ভালো দাম পাওয়ার আশায় আছি।”
সাধু সরদারের ছেলে রবিউল ইসলাম জানান, তার বাবা যখন মাঠে ঘাস আনতে থাকেন, তখন মা ও ভাবিরা গরুটির দেখভালে সাহায্য করেন। পরিবারের সবাই মিলে ভালোবেসেই সোহাগ বাবুকে বড় করে তুলেছেন।
গরুটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ, তরিকুল ইসলাম ও জিল্লুর রহমান বলেন, “শুধু শুনেই নয়, বাস্তবে দেখেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে-এতো বড় ষাঁড় আমরা এর আগে দেখিনি।”
একজন সম্ভাব্য ক্রেতা লোকমান হোসেন বলেন, “গরুটিকে দেখে পছন্দ হয়েছে। সাধ্যের মধ্যে দামও বলেছি, কিন্তু গরুর মালিক তা মেনে নেননি। তাই মন খারাপ করে ফিরে যেতে হয়েছে।”
বর্তমানে গরুটি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, আশা করা হচ্ছে ঈদের আগেই এক যোগ্য ক্রেতার কাছে উঠবে সাধু সরদারের ‘সোহাগ বাবু’।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

সাত বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল, মাইকিং করে ফিরে পেলেন মালিক

ঠিকানা টিভি ডট প্রেস: পার্সিয়ান জাতের পোষা বিড়ালটি হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে বিড়ালের মালিক সানাউল্লাহ ফিরে পেয়েছেন। রোববার (২০ এপ্রিল), সকাল ৯টার দিকে বিড়ালটি

হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু

আরইবি-পবিস একীভূতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বৈষম্য নিরসন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দ্বৈত ব্যবস্থার অবসান এবং ৭ দফা দাবিতে

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার

এনায়েতপুরে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ব্র্যান্ডের ১১০ পাউন্ডসুতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ)। দুপুর এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে স্থানীয়