সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে কবরস্থান ও কওমী মাদ্রাসা সম্প্রসারণে কোটি টাকা মূল্যের সম্পত্তি দানের ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাছুদ রানা ওয়াসিম। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং মুসলিম সমাজে ইসলামী দ্বীনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে তিনি এ মহতী উদ্যোগ গ্রহণ করেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে শিয়ালকোল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে এই ঘোষণা দেওয়া হয়। মাহফিলটি অনুষ্ঠিত হয় শিয়ালকোল কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠ ও মরহুম আব্দুস সামাদ ও ইলহাম মুহাম্মাদ স্মরণীয় কওমী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মাছুদ রানা ওয়াসিম। সভাপতির বক্তব্যে তিনি জানান, তার পরিবারের পক্ষ থেকে কবরস্থান ও মাদ্রাসা সম্প্রসারণের জন্য ২০ শতক জমি দান করা হবে, যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকারও বেশি। তিনি বলেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং নিজ গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামী দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষ্যে এই সম্পত্তি দানের সিদ্ধান্ত নিয়েছি। আমার মায়ের পরামর্শ এবং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ।
মাছুদ রানা ওয়াসিম আরও বলেন, বর্তমানে সমাজে নানা কুসংস্কার ছড়িয়ে পড়েছে। মানুষ সৃষ্টিকর্তার আদেশ-নিষেধ উপেক্ষা করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে, এমনকি কঠোরভাবে নিষিদ্ধ কাজকেও ধর্মীয় কাজ মনে করছে। এসব থেকে মুক্তির একমাত্র উপায় হলো সঠিক ইসলামী শিক্ষা। ইসলামের উদারতা ও মূল্যবোধ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমেই সামাজিক সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
স্থানীয়রা জানান, মাছুদ রানা ওয়াসিমের পিতা মরহুম আব্দুস সামাদ এবং তাঁদের পূর্বপুরুষগণ শিয়ালকোল কবরস্থান, ঈদগাহ মাঠ, কওমী মাদ্রাসা ও একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রায় দুই একর জমি দান করেছিলেন। দীর্ঘদিন ধরে এই পরিবারটি নীরবে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত ফুড সেফটি অফিসার মোঃ মুনজুর আলম কমল। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা শায়েখ মুতাসিম বিল্লাহ (কুষ্টিয়া)। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন হযরত মাওলানা মোঃ শফিউর রহমান, হযরত মাওলানা মোঃ মোশারফ হোসেন এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আনছার আলী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মোঃ জাফর আলী সেখ, আশা এনজিওর শিয়ালকোল শাখার ম্যানেজার মোঃ নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য অতিথিরা শিয়ালকোল যুব সমাজকে ধন্যবাদ জানান। শেষে মুসলিম উম্মাহর শান্তি ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.