ইসরায়েলে ইরানের হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক’

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের উত্তেজনার পর ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে বৈঠকের আহ্বান জানায় দেশটি। এ ছাড়া একইসাথে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রস্তাবনা জানিয়েছে।

শনিবার রাতে প্রকাশিত সিডিউলে দেখা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের এ প্রস্তাব নিয়ে রোববার বিকেল ৪টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের অ্যাম্বাসেডর গিলাদ এরডান শনিবার কাউন্সিলের প্রেসিডেন্টকে জরুরি বৈঠকের আনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

এরডান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরানের হামলা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। আমি আশা করি, কাউন্সিল ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সব উপায় ব্যবহার করবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডারসহ ৭ সদস্য নিহত হন। এরপর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান।

ইরানের এ হুঁশিয়ারির পর মার্কিন কয়েকজন সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইসরায়েলের হামলা চালাতে ইরান শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এমন আশঙ্কার মধ্যে শনিবার গভীর রাতে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে প্রথম হামলায় ঠিক কতগুলো ড্রোন ছোড়া হয়েছে তা জানা যায়নি।

এদিকে ইরানের হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। এছাড়া এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান ও থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও দুটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ থেকে ভারতে গেলেন ইসকনের ৭৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইসকনের ৭৫ জন ভক্ত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল

ঈদের চাঁদ দেখেই যে দোয়া পড়বেন

কোরবানির ঈদ কবে তা জানা যাবে আজ। আজ চাঁদ দেখা গেলেই আগামী ২৯ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আজ চাঁদ উঠলে পড়ুন নবিজি সাল্লাল্লাহু

প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ডেপুটি স্পিকারপুত্র আসিফের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে এস এম আসিফ শামসের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব

পুরাতন শপথে নতুন করে উদ্দীপ্ত

ঠিকানা টিভি ডট প্রেস: গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন ইউনিয়ন সভাপতি কে এম

বেনজীরের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক

ঠিকানা টিভি ডট প্রেস: ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অধিকাংশ অর্থ উঠিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা।

ফেসবুক-টিকটক খুলে দেয়ার বিষয়ে জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মোবাইল ফোন ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। তবে ব্রডব্যান্ড ও