
ইসরায়েলে আটকে পড়াদের দেশে ফেরাতে শুরু করেছে ভারত। প্রথম ফ্লাইটে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবার) সকালের দিকে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে একটি বিশেষ বিমান।
ইসরায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিল ভারতীয় সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে প্রথম প্লেনটি ছাড়ে। নয়াদিল্লি পৌঁছায় শুক্রবার সকালে। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অজয়’।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইসরায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল, যারা আগে আসবেন, তারা আগে প্লেনে আসন পাবেন। প্লেনে সীমিত সংখ্যক আসনের জন্য প্রথম ২১২ জনকে ইসরায়েল থেকে ফিরেয়ে এনেছে দেশটি।
ইসরায়েল থেকে দেশে ফেরা ভারতীয়দের স্বাগত জানাতে রাজধানী দিল্লির বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
উচ্চ শিক্ষার জন্য ইসরায়েলে ছিলেন ভারতীয় শিক্ষার্থী শুভম কুমার। শুক্রবার সকালে ভারতের মাটিতে পা দেওয়ার পর শুভম সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। ইসরায়েলে আটকে পড়া অধিকাংশ শিক্ষার্থীই আতঙ্কিত ছিল। হঠাৎ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। এতে আমাদের মনোবল বেড়ে গিয়েছিল। দেশে ফিরতে পেরে খুব স্বস্তি লাগছে।
৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হয়। তারপরেই ইসরায়েলে বাণিজ্যিক বিমান সেবা বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। সে কারণে ইসরায়েলে আটকে পড়েছেন বহু ভারতীয়। জেরুজালেম, তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি।
সূত্র: এনডিটিভ