আন্তর্জাতিক ডেস্ক: বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭ শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩ শতাংশ এর বিরোধিতা করে। ‘ওপিনিয়াম রিসার্চ’ পরিচালিত ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’-এর নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
গত ৩০ মে থেকে ২ জুনের মধ্যে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মানুষ মনে করেন ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা উচিত। এছাড়া ৫০ শতাংশ বলেছেন, সুপারমার্কেটগুলোতে ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত।
৫৪ শতাংশ মতদাতা অতি-ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। ওই মন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের একজন কট্টর সমর্থক, যার ফলে ৯৩ শতাংশেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
ইউরোপীয় দেশগুলোতে ইসরায়েলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন রেকর্ড স্তরে নেমে এসেছে বলে একই ধরণের একটি জরিপ প্রকাশের পর নতুন জরিপটি প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে ৩০০ জনেরও বেশি শিল্পী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে একটি খোলা চিঠিতে সই করেছেন। চিঠিতে ইসরায়েলের কাছে ব্রিটিশ সরকারকে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।'
গত মাসে ‘YouGov’-এর এক জরিপ অনুসারে, ইউরোপীয় ছয়টি দেশের মাত্র পাঁচ ভাগের এক ভাগেরও কম জনগণ ইসরায়েল সম্পর্কে অনুকূল মতামত পোষণ করেন। ১২ থেকে ২৬ মে পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, স্পেন এবং ইতালিতে এই জরিপটি পরিচালিত হয়েছিল।
মঙ্গলবার (৩ জুন) মিডল ইস্ট আই প্রকাশ করেছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ফরাসি প্রস্তাবকে সমর্থন না করার জন্য যুক্তরাজ্যের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
আসন্ন জাতিসংঘ সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মিডল ইস্ট আইয়ের মতে, ফ্রান্স ব্রিটেনকেও এটি করার জন্য লবিং করছে।
ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্রান্সের কর্মকর্তারা বিশ্বাস করেন-ব্রিটিশ সরকার এই পরিকল্পনার সঙ্গে একমত।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.