ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথিরা ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে। তারা তেল আবিবের বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করছে। এটি ফিলিস্তিন এবং ইয়েমেনে চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে করা হচ্ছে।
সোমবার সকালে মিডল ইস্ট মনিটর প্রকাশিত সংবাদে হুতি মুখপাত্রকে উদ্বৃত করে এ সংবাদ প্রকাশ করে।
হুতির মুখপাত্র নাসরুদ্দিন আমের টুইট করেছেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে এবং অন্যান্য জায়নিস্ট বিমানবন্দরে সামরিক অভিযান চালাবে। এটি গাজা উপত্যকায় সাম্প্রতিক জায়নিস্ট উত্তেজনার এবং ইয়েমেনে আগ্রাসনের প্রতিক্রিয়া।’
আরেকটি টুইটে তিনি বলেছেন, ‘বিমানবন্দরে থাকা অন্যান্য বিমানগুলোকে অবিলম্বে চলে যেতে হবে এবং সেখানে উপস্থিত সকলের- বিশেষ করে বিদেশিদের-নিজেদের নিরাপত্তার জন্য সরে যেতে হবে।’
হুথিরা স্বীকার করেছে : আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইয়াফায় আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.