অনলাইন ডেস্ক: ইরানের নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৭ জুন। তবে সোমবার (১৮ আগস্ট) ইরানের বার্তা সংস্থা মেহের এ তথ্য প্রকাশ করে।
ইসরায়েলি গণমাধ্যম হিব্রু ডেইলি-এর প্রতিবেদনে জানানো হয়, ভোরের আগে ক্ষেপণাস্ত্রটি শোধনাগারে আঘাত হানে। এতে ভেতরে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনে আটকা পড়ে প্রাণ হারান। হামলায় শোধনাগারের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থায়ও ব্যাপক ক্ষতি হয়।
বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, নিরাপত্তার স্বার্থে সব স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে উৎপাদনে ফেরার পরিকল্পনা রয়েছে। কোম্পানির প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরে যুক্তরাষ্ট্রও ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানি বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব সংঘাতের পর ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.