অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিরশেভা প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট কার্যালয় এবং ইসরায়েলি সামরিক শাখার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানি হামলার পর বিরশেভার কেন্দ্রীয় রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া। রেলস্টেশনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া গাভ-ইয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজিস পার্কে মাইক্রোসফট অফিসের দৃশ্যমান ক্ষতি হয়েছে। এই প্রযুক্তি পার্কে রোবোটিক্স এবং ডেটা সায়েন্সসহ প্রচুর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম রয়েছে।
এটি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, এটি ইসরায়েলি সেনাবাহিনীর সি৪ আই শাখার ক্যাম্পাস। অর্থাৎ তাদের টেলিকমিউনিকেশন শাখার সংলগ্ন।
ওই হামলায় সাতজন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ইসরায়েলের দক্ষিণ অংশ তুলনামূলকভাবে কম জনবহুল। ইরানি ক্ষেপণাস্ত্রটি দিনের কার্যক্রম শুরু হওয়ার আগেই আঘাত হেনেছে। এ কারণে ধারণা করা যায়, অফিসগুলোতে লোকজন ছিল না।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.