আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাংলাদেশসহ ২০টি দেশ বৈঠকে বসছে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলবিরোধী রাজনৈতিক ও আইনি উদ্যোগের ঘোষণা আসতে পারে।
এই সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য হেগ গ্রুপ’, যার সহ-আয়োজক কলম্বিয়া সরকার। সম্মেলনে অংশ নিতে যেসব দেশ সম্মত হয়েছে, তাদের মধ্যে রয়েছে-
আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।
দক্ষিণ আফ্রিকা ‘দ্য হেগ গ্রুপ’-এর সহসভাপতি হিসেবে সম্মেলনে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে।
সম্মেলনে উপস্থিত থাকবেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিস, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক প্রধান কর্মকর্তা ফিলিপে লাজ্জারিনি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা তলালেং মোফোকেং-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধি।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, “এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দেওয়া হবে-কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবদিহিতার বাইরে থাকতে পারে না।”
উল্লেখ্য, ‘দ্য হেগ গ্রুপ’ গঠিত হয় ২০২৪ সালের ৩১ জানুয়ারি, নেদারল্যান্ডসে। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো-বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা।
সূত্র: দ্য মিডল ইস্ট আই
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.